সরকারিবিরোধী বিক্ষোভ-আন্দোলনে উত্তাল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে হামলা চালাতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে ইরানে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। শুক্রবারই তাঁদের একটি দলকে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে খবর মিলল সরকারি সূত্রে।
নিউজ ১৮-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ইরানে আটকে পড়া ভারতীয় পডুয়াদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। সেই পড়ুয়াদের নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। শুক্রবার সকাল ৮টা নাগাদ বিমানে করে তাঁদের দেশে ফিরিয়ে আনা হতে পারে। এ কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন আটকে পড়া ওই পড়ুয়াদের পরিবারের লোকেরা।
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের নেতৃত্বাধীন সরকারের পতন চেয়ে পথে নেমেছেন ইরানের লাখ লাখ মানুষ। ইরান সরকার বিক্ষোভকারীদের কড়া হাতে দমন করছে। সেখানে তিন হাজারেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছরের শেষে সরকারবিরোধী এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই ইরানের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে নয়াদিল্লি। বিক্ষোভ-আন্দোলনের মাঝেই সেখানে সামরিক অভিযানের বার্তা দিয়েছেন ট্রাম্প। তাতে নয়াদিল্লির তৎপরতা আরও বেড়েছে। তখন থেকেই ইরানের ভারতীয় দূতাবাসকে প্রবাসী ভারতীয়দের নথি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি সূত্রে খবর, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সেই কাজ ব্যাহত হয়েছে। তবে ধীরে ধীরে ইরান সরকারের সঙ্গে আলোচনা করে প্রবাসী ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করতে পেরেছে নয়াদিল্লি।
সরকারি সূত্রে খবর, ইরানে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়ার সংখ্যা ১০ হাজারেরও বেশি। বুধবারই তাঁদের ইরান ছাড়ার বার্তা দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তেহরানের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয়দের যে কোনও প্রকারে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল।
