shono
Advertisement
Haryana

ধাবায় টেনে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ! ফের প্রশ্নের মুখে বিজেপিশাসিত রাজ্যের নারী নিরাপত্তা

পুলিশ সূত্রে খবর, বছর বিয়াল্লিশের ওই যুবতী উত্তরপ্রদেশের বাসিন্দা। হরিয়ানায় তাঁর এক আত্মীয় বাস করেন। সেই সূত্রেই কাজের খোঁজে তিনি রাজ্যে আসেন।
Published By: Subhodeep MullickPosted: 04:29 PM Jan 15, 2026Updated: 05:40 PM Jan 15, 2026

ধাবায় টেনে নিয়ে গিয়ে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার বাহাদুরগড়ে। ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি একজনের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বছর বিয়াল্লিশের ওই যুবতী উত্তরপ্রদেশের বাসিন্দা। হরিয়ানায় তাঁর এক আত্মীয় বাস করেন। সেই সূত্রেই কাজের খোঁজে তিনি রাজ্যে আসেন। যুবতীর সঙ্গে এসেছিলেন তাঁর কাকা। জানা গিয়েছে, সোমবার রাত ২টো নাগাদ তাঁরা পণ্ডিত শ্রীরাম শর্মা মেট্রো স্টেশনের কাছে নামেন। তাঁদের নিয়ে যেতে সেখানেই আসার কথা ছিল তাদের আত্মীয়র। অভিযোগ, যুবতী এবং তাঁর কাকা যখন রাতের অন্ধকারে সেখানে অপেক্ষা করছিলেন, সেই সময় সেখানে আসেন ওই পাঁচ যুবক। এরইমধ্যেই সেখানে পৌঁছে যান তাঁদের আত্মীয়ও। অভিযোগ, যুবতীর কাকা এবং তাঁর আত্মীয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পাঁচ যুবক। শুধু তাই নয়, তাঁদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপরই যুবতীকে টেনে হিঁচড়ে একটি ধাবায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতার দাবি, গণধর্ষণের পাশাপাশি তাঁকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। সবশেষে যুবতীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। যুবতীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কুকর্ম করার আগে ওই ধাবা থেকেই মদ কেনেন অভিযুক্তরা। ইউপিআই লেনদেনের সেই সূত্র ধরেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি একজনের খোঁজে চলেছে তল্লাশি। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে বিজেপিশাসিত রাজ্যের নারী নিরাপত্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement