shono
Advertisement
Hyderabad

হায়দরাবাদে মন্দিরে হামলা! কংগ্রেস শাসনকে দুষছে বিজেপি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওয়েইসির

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 01:38 PM Jan 15, 2026Updated: 03:03 PM Jan 15, 2026

হায়দরাবাদ (Hyderabad) শহরে উত্তেজনা। মাঝরাতে পুরানাপুল দরওয়াজা এলাকায় একটি মন্দিরে ভাঙুচর চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা। বিষয়টি সামনে আসতেই মন্দির চত্বরে জরো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হায়দরাবাদের সাংসদ এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনা মঙ্গলবার রাতে ঘটলেও চোখে পড়ে বুধবার সন্ধে নাগাদ। দ্রুত খবর ছড়ায়। স্থানীয় হিন্দুরা মন্দির চত্বরে জোড়ো হয়ে প্রতিবাদ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত বিগ্রহ পুনর্নির্মাণের আশ্বাস পেয়ে শান্তি হন বিক্ষোভকারীরা। এলাকার নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।

বৃহস্পতিবার সকালে হামলা হওয়া মন্দিরে যান হায়দরবাদারে (Hyderabad) সাংসদ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তাদের শান্ত হতে বলেন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন। এদিকের পুলিশে তরফে জানানো হয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপির দাবি, কংগ্রেস সরকারের আমলে তেলঙ্গানায় আইনশৃঙ্খল ব্যবস্থা ভেঙে পড়েছে। তার ফলেই হিন্দু মন্দিরে হামলার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement