সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন শুরু হতেই একের পর এক অভিযোগের তীর বিজেপির (BJP) দিকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath) বলেন, নির্বাচনের আগের দিন ভোটারদের টাকা ও মদ দিয়ে প্রভাবিত করেছে গেরুয়া শিবির। পাশাপাশি ভোট চলাকালীন কমল নাথের ছেলেকে বুথে ঢুকতে দেয়নি বিজেপি কর্মীরা, এমন অভিযোগও উঠেছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে সরকার গড়তে মরিয়া কংগ্রেস-বিজেপি দুদলই। শুক্রবারই ভাগ্য পরীক্ষা দুই শিবিরের।
আজ, শুক্রবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) একদফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। সে রাজ্যের কংগ্রেস (Congress) সভাপতি কমল নাথের অভিযোগ, নির্বাচনের আগের দিন ভোটারদের মধ্যে টাকা ও মদ বিলি করেছেন বিজেপির কর্মীরা। সেই ঘটনার বেশ কিছু ভিডিও এসেছে তাঁর হাতে। তবে কংগ্রেস নেতার দাবি, “আর মাত্র কয়েকটা ঘণ্টা এসব করতে পারবে বিজেপি। কারণ ওদের হাতেই পুলিশ, প্রশাসনের সব ক্ষমতা রয়েছে।”
[আরও পড়ুন: চব্বিশের প্রস্তুতি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শুরু বিধানসভা নির্বাচন, নজরে মহিলা ভোট]
অন্যদিকে, নির্বাচনের দিন কংগ্রেস প্রার্থী তথা কমল নাথের পুত্র নকুল নাথকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, বারইপুরা এলাকায় একটি বুথে ঢুকতে চেয়েছিলেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তাঁকে বাধা দেন বিজেপি কর্মীরা। তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। এছাড়াও মধ্যপ্রদেশের কয়েকটি বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। আহত হয়েছেন এক ব্যক্তি। যদিও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানান, শান্তিপূর্ণ ভোট হচ্ছে।