shono
Advertisement
Uttar Pradesh

আদর্শ শিল্প পরিবেশ, কঠোর আইন-শৃঙ্খলা, বিনিয়োগকারীদের ভরসা যোগীর উত্তরপ্রদেশ

রাজ্যে কাজের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
Published By: Hemant MaithilPosted: 04:36 PM Jan 04, 2026Updated: 04:36 PM Jan 04, 2026

হেমন্ত মৈথিল, লখনউ: বর্তমান বিনিয়োগের এক আদর্শ গন্তব্য হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। উন্নত আইন-শৃঙ্খলা এবং স্থিতিশীল প্রশাসনিক ব্যবস্থার কারণে সারা দেশের শিল্পপতিরা এখন যোগীরাজ্যের দিকে ঝুঁকছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চিত্র আরও পরিষ্কার হল।

Advertisement

দিল্লির সিআইআই (CII) সভাপতি রাজীব মেমানি এবং ইন্ডিয়া গ্লাইকোলস লিমিটেডের সিএমডি উমাশঙ্কর ভারতী সহ এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। শিল্প প্রতিনিধিরা জানান, রাজ্যে কাজের পরিবেশ আগের চেয়ে অনেক সহজ হয়েছে। বিশেষ করে 'ডিক্রিমিনালাইজেশন' আইন চালু হওয়ার পর ব্যবসায়ীদের আস্থা বেড়েছে। উত্তরপ্রদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে শিল্পপতিরা মুখিয়ে আছেন।

কঠোর প্রশাসনিক নজরদারির ফলে রাজ্যে নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে। এক্সপ্রেসওয়ে, শিল্প করিডোর, এয়ারপোর্ট এবং লজিস্টিক হাবের দ্রুত উন্নতি শিল্পায়নকে ত্বরান্বিত করছে। 'নিবেশ মিত্র' পোর্টালের মাধ্যমে ৪৩টি দপ্তরের ৫২৫টিরও বেশি পরিষেবা মিলছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সমৃদ্ধ 'নিবেশ মিত্র ৩.০' চালু হতে চলেছে।

শিল্পমহলের মতে, স্বচ্ছ প্রশাসন এবং সরকারের সক্রিয় সহায়তায় উত্তরপ্রদেশ এখন ভারতের অন্যতম সেরা বিনিয়োগ হাব। আগামী দিনে রাজ্যে ছোট-বড় বহু নতুন শিল্প ইউনিট গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিনিয়োগের এক আদর্শ গন্তব্য হয়ে উঠেছে উত্তরপ্রদেশ।
  • সিআইআই সভাপতি রাজীব মেমানি ও শিল্পপতিদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন।
  • এক্সপ্রেসওয়ে, শিল্প করিডোর, এয়ারপোর্ট এবং লজিস্টিক হাবের দ্রুত উন্নতি শিল্পায়নকে ত্বরান্বিত করছে।
Advertisement