সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে সক্রিয় জিহাদি সংগঠনগুলি। মানুষ রোখার চেষ্টা করছেন। কিন্তু রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। নাগপুরে আরএসএস-এর বিজয়াদশমী উৎসবে এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন সংঘ প্রধান মোহন ভাগবত। শুধু পশ্চিমবঙ্গই নয় একই অভিযোগ তুললেন কেরল সরকারের বিরুদ্ধেও।
[‘তুমি এগিয়ে যাও’, মেয়ের শেষ কথা এখনও কানে বাজে বাবার]
নাগপুরে এদিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শাস্ত্র পূজার আয়োজন করা হয়। সেখানেই পশ্চিমবঙ্গ ও কেরল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মোহন ভাগবত। রোহিঙ্গা প্রসঙ্গও তিনি তুলে ধরেন। আরএসএস প্রধান বলেন, বাংলাদেশের অনুপ্রবেশের সমস্যা নিয়ে এমনিতেই জেরবার সরকার। এর মধ্যেই রোহিঙ্গা সমস্যা চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, রোহিঙ্গারা ওই দেশে কেন থাকতে পারল না? কেন ওরা এই দেশে আসছে? কারণ ওরা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত।
[পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল, কে কে দায়িত্ব পাচ্ছেন?]
সরসংঘচালকের মুখে এদিন কেন্দ্রের প্রশংসা শোনা যায়। তাঁর কথায়, স্বাধীনতার ৭০ বছর পর স্বাধীন হওয়ার ফল মিলছে। কাশ্মীরে ২-৩ মাস আগেই পরিস্থিতি দিশেহারা ছিল। কিন্তু সেনার হাতে পূর্ণ ক্ষমতা দেওয়ার পর থেকেই পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গিয়েছে। পাকিস্তান থেকে যে মদত দেশবিরোধী শক্তিগুলো পাচ্ছিল তাও অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানান মোহন ভাগবত।
এদিন গোরক্ষকদের পক্ষ নিয়েও কথা বলেন আরএসএস প্রধান। তাঁর মতে, সব হিংসাত্মক ঘটনার সঙ্গে গোরক্ষক বা গোরক্ষণকে জড়ানো ঠিক নয়। সাম্প্রদায়িকতার প্রশ্নে এঁদের ভূমিকা অগ্র্যাহ্য করাও ঠিক নয়।
[ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম পর্যালোচনার সিদ্ধান্ত রেলের]