সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে গিয়ে এআই-এর সাহায্যে উত্তর লিখছিল ছাত্রী। বিষয়টি নজরে পড়ায় ফোন কেড়ে নিয়ে কিশোরীকে বকাঝকা দিয়েছিলেন শিক্ষিকা। এই ঘটনার কিছুক্ষণ পর আত্মঘাতী হল ১০ শ্রেণির ওই পড়ুয়া। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা পশ্চিমে।
জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর স্কুলে পরীক্ষা ছিল দশম শ্রেণির ওই পড়ুয়ার। পরীক্ষা চলাকালীন তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করেন শিক্ষিকা। তাঁর দাবি, ছাত্রীটি যে ফোনে এআই ব্যবহার করে উত্তর লিখছিল সে প্রমাণ পাওয়া গিয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, ক্লাসের মধ্যে ছাত্রীটিকে একদফা বকাঝকা দেওয়ার পর প্রধান শিক্ষিকার ঘরে নিয়ে গিয়ে ফের তাকে শাসন করেন শিক্ষিকারা। এই ঘটনার পরই আত্মঘাতী হয় দশম শ্রেণির ওই পড়ুয়া। সেই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন ওই ছাত্রীর পরিবার।
ছাত্রীর বাবার অভিযোগে, স্কুলে তাঁর সন্তানকে মানসিক হেনস্থা করেছেন শিক্ষিকারা। সেই অপমানেই আত্মঘাতী হয়েছে তাঁর মেয়ে। ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। তবে মৃতের পরিবারের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তাঁর দাবি, ছাত্রীর কাছ থেকে মোবাইল উদ্ধারের পর বোর্ডের গাইডলাইন মেনেই যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। ছাত্রীকে অপমান বা হেনস্থা করে কিছু বলা হয়নি। স্কুলের সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল থেকে বেরিয়ে ওই ছাত্রী কোথায় কোথায় গিয়েছিল সবটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তথ্যপ্রমাণ খতিয়ে দেখে, ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে কথা বলে যাবতীয় পদক্ষেপ করা হবে।
