shono
Advertisement
BDO Prashant Barman

স্বর্ণব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্তকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের, মিলল না আগাম জামিন

আজ সোমবার বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।
Published By: Kousik SinhaPosted: 12:38 PM Jan 19, 2026Updated: 01:27 PM Jan 19, 2026

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে বড় ধাক্কা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (BDO Prashant Barman)। আগামী শুক্রবার অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ সোমবার বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে খুনের মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে বলেই নির্দেশে জানিয়েছে আদালত। এরপরেই জামিনের জন্য আবেদন জানাতে পারবেন তিনি। শুধু তাই নয়, তদন্তকারীরা রিমান্ড চাইলে সেটা দেওয়া যেতে পারে বলেও নির্দেশ সুপ্রিম কোর্টের। 

Advertisement

উল্লেখ্য, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে তাঁর পরিবার বিডিও প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ঘটনায় বিডিও যে যুক্ত, সেই সংক্রান্ত একাধিক তথ্য পুলিশের হাতে আসে। বিডিও ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের নাগাল পেতে হিমশিম খেতে হয় কার্যত তদন্তকারীদের। এরমধ্যেই সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন প্রশান্ত বর্মন। নিম্ন আদালত সেই আবেদন মঞ্জুর করে। পরে বিধানগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে তা কার্যকর করেন তিনি। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন হয়।

এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। যেখানে অভিযুক্ত প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজ করার আবেদন জানানো হয়। সেই মামলায় শুনানি শেষে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজ করে আদালত। শুধু তাই নয়, ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলেও নির্দেশে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও হাই কোর্টের নির্দেশ মেনে আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন। উলটে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আজ সোমবার সেই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত বর্মনকে সংশ্লিষ্ট আদালতে আগামী ২৩ তারিখের মধ্যেই আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement