shono
Advertisement
Missile Debris

অমৃতসরে উদ্ধার মিসাইলের ধ্বংসাবশেষ? যুদ্ধের আবহে পাক হামলা নিয়ে বিভ্রান্তি

রাতের আকাশে আলোর ঝলকানি, দাবি অমৃতসরবাসীর।
Published By: Kishore GhoshPosted: 01:44 PM May 08, 2025Updated: 03:45 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহে অমৃতসরে মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার নিয়ে বিভ্রান্তি। অপারেশন সিঁদুরের পরে পাক সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা উদ্বেগে রয়েছেন। পাঞ্জাবও তার ব্যতিক্রম নয়। এর মধ্যেই বুধবার রাতের আকাশে তীব্র শব্দ ও আলোর ঝলকানি দেখেন বলে দাবি স্থানীয়দের। সকালে উদ্ধার হয় মিসাইলের মতো কিছুর ধ্বংসাবেশ। তাহলে কী রাতে পালটা হামলা চালিয়েছে পাকিস্তান?

Advertisement

রাতের আকাশে আলোর ঝলকানির ভিডিও প্রকাশ্য়ে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। বৃহস্পতিবার সকালে অমৃতসর-বাতালা সড়কের কাছে জেঠুয়াল গ্রামের মাঠ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু ধ্বংসাবশেষ। সাধারণ চোখে মনে হচ্ছে সেগুলি মিসাইলের ভাঙা টুকরো। এই বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত না করলেও মনে করা হচ্ছে, এগুলি ছোট আকারের মেড ইন চায়না মিসাইলের অংশ। পুলিশের ফরেনসিক দল ধ্বংসাবশেষ খতিয়ে দেখছে বলেও জানা গিয়েছে। এদিকে ভারত সরকারের তথ্য় যাচাই এজিন্সে নিশ্চিত করেছে, অমৃতসর সেনাঘাঁটিতে পাকিস্তানি মিসাইলের হামলা হয়নি। এই ধরনের গুজবে কান না দিতেও বলা হয়েছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। ৭ এপ্রিল পঁচিশ মিনিটের অপারেশন চালিয়ে বদলা নিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের এবং ভাওয়ালপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বায়ুসেনার এই অভিযানে অন্তত ৮০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। পালটা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটারের ব্যবধানে অবস্থিত অমৃতসর শহর। অপারেশন সিঁদুরের সময় থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে এই শহরে। ফলে এই অঞ্চলের বাসিন্দাদের উদ্বেগ স্বাভাবিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি।
  • ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটারের ব্যবধানে অবস্থিত অমৃতসর শহর।
Advertisement