১০০ দিনের কাজের প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম ফেরানো হোক। গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত আইনের নাম 'জিরামজি' রাখা নিয়ে আপত্তি তুলে এবার প্রস্তাব পাশ হল তামিলনাড়ুর বিধানসভায়। শুক্রবার এমকে স্ট্যালিনের সরকার এই প্রস্তাব পাশ করিয়েছে। প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ু সরকারের আর্জি, যে সব রাজ্য গ্রামীণ কর্মসংস্থানে ভালো কাজ করে, তাদের জন্য যাতে সময় মতো অর্থ বরাদ্দ করা হয়, তা নিশ্চিত করা হোক।
দেশে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এতদিন ১০০ দিনের কাজের প্রকল্প চালু ছিল। প্রকল্পের পুরো নাম ছিল ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ বা ‘মনরেগা’। নতুন নাম বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। সংক্ষেপে ‘জিরামজি’। নতুন আইনে প্রতি অর্থবর্ষে ১০০ দিনের কাজকে বৃদ্ধি করে ১২৫ দিন করার কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি, ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে গ্রামোন্নয়নের পরিকাঠামো তৈরি করাই নতুন প্রকল্পের লক্ষ্য।
নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে মোট বরাদ্দ অর্থের ৪০ শতাংশ রাজ্যকে দিতে হবে। এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে তামিলনাড়ু সরকার। তাদের বক্তব্য, এতে রাজ্যের কোষাগারে টান পড়বে। পাশাপাশি, সময়ে সময়ে অর্থ বরাদ্দ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।
প্রসঙ্গত, গত বছরই সংসদের দুই কক্ষে জিরামজি বিল পাশ হয় এবং পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়েছে। তখন থেকেই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে গান্ধীর নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। কংগ্রেসের বক্তব্য, নয়া আইনে গান্ধীজিকে আবার হত্যা করা হল! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, “মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকেই গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, জাতির জনককে ভুলে যাচ্ছি আমরা।”
