তামিলনাড়ুতে (Tamil Nadu) ফিরে এল কেরালার স্মৃতি। তামিলনাড়ুর ইরোড জেলা মৃত্যু হল এক দুই বছরের হাতি শাবকের (Elephant Calf)। জানা গিয়েছে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে দেশি বোমা গিলে ফেলে হাতি শাবকটি। এরপরেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন কৃষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বন আধিকারিকরা এই খবর জানিয়েছেন।
আধিকারিকরা জানিয়েছেন, কিছুদিন আগে গুথিয়ালাথুর সংরক্ষিত বনাঞ্চলে টহল দেওয়ার সময় বনকর্মীরা মৃতদেহটি আবিষ্কার করেন। বনাঞ্চলে কর্মরত পশুচিকিৎসককে খবর দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে হাতি শাবকটির শুঁড় এবং মুখে ক্ষতচিহ্ন দেখা যায়। সেখান থেকে রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।
মৃতদেহের ময়নাতদন্তের পরে নির্দিষ্ট করে জানানো হয়, দেশি বোমা খেয়ে ফেলে শাবকটি। এরপরেই তার মৃত্যু হয়। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, কোনও শিকারি অথবা কোনও কৃষক হয়ত সেই বোমাটি মাটিতে পুঁতে রেখেছিলেন। তাঁদের সন্দেহ, চাষের জমিতে হাতির প্রবেশ আটকানোর প্রচেষ্টায় মাটিতে বোমা পুঁতে রাখা হয়েছিল।
জানা গিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পরে, ৪৩ বছর বয়সি কৃষক কালিমুথুকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শাবকটিকে ওই এলাকাতেই কবর দেওয়া হয়েছে।
এই খবর সামনে আসার পরেই ফের সামনে চলে এসেছে পাঁচ বছর আগের এক ঘটনা। কেরালার মালাপ্পুরম জেলায় গর্ভবতী হাতিকে আনারসে বারুদ পুড়ে খাইয়ে তাকে মৃত্যুর কোলে ঢলতে দেখে পৈশাচিক আনন্দ পেয়েছেন কিছু মানুষ। এই খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়ে ওঠেন অনেকেই। নিন্দার ঝড় বয়ে যায় নেট দুনিয়ায়।
