সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দির আগ্রাসন, ভাষাযুদ্ধ, মোদি বনাম স্ট্যালিন, কেন্দ্র বনাম রাজ্য অব্য়াহত। ভাষার আগ্রাসনের প্রতিবাদ করায় প্রাপ্য ২১৫১ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে এবার সুপ্রিম কোর্টে মামলা করল এমকে স্ট্যালিনের তামিলনাড়ু সরকার। শীর্ষ আদালতে ঠিক কী অভিযোগ করেছে তামিলনাড়ু সরকার?
স্ট্য়ালিনের সরকার জানিয়েছে, কেন্দ্রের শিক্ষানীতি না মানার কারণেই 'শাস্তি' দেওয়া হচ্ছে তাদের। ইচ্ছাকৃতভাবে রাজ্যের অর্থ আটকে রাখা হয়েছে। গোলমাল শুরু হয় ২০২০ সালে। ওই বছর জাতীয় শিক্ষানীতিতে বেশ কিছু রদবদল করে কেন্দ্র। সেখানে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তিনটি করে ভাষা পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক করা হয়। সংঘাতের কারণ তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলির দ্বিভাষা নীতি। অর্থাৎ কিনা ইংরেজি ও আঞ্চলিক ভাষা। স্ট্যালিনের দল ডিএমকে প্রথম থেকেই অভিযোগ করে আসছে, জোর করে তিন ভাষার নীতি এনে হিন্দি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।
সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার নালিশ করেছে, হিন্দি আগ্রাসনের বিরোধিতা করায় শিক্ষাবিস্তারে তামিলনাড়ুকে আর্থিক অনুদান বন্ধ করে দেয় কেন্দ্র। বিভিন্ন শিক্ষা প্রকল্পের প্রায় ২১৫১ কোটি টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। এর ফল ভুগতে হচ্ছে ছাত্রঠছাত্রীদের। যদিও চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রের প্রকল্প অনুমোদন বোর্ড বৈঠকের পর জানিয়েছিল প্রাপ্য টাকা এপ্রিলের মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে তামিলনাড়ুকে। এপ্রিল ডিঙিয়ে মে মাস ফুরোতে চললেও মেলেনি শিক্ষা প্রকল্পের অর্থ। এই কারণেই সুপ্রিম কোর্টে মামলার সিদ্ধান্ত নেয় স্ট্যালিনের সরকার।
