shono
Advertisement

Breaking News

MonoRail

যাত্রী নিয়ে মুম্বইতে ফের আটকে গেল মনোরেল! প্রশ্নের মুখে সুরক্ষা

গত মাসেও একই ঘটনার সাক্ষী থাকে মুম্বই।
Published By: Kousik SinhaPosted: 12:12 PM Sep 15, 2025Updated: 12:49 PM Sep 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে ফের একবার থমকালো মনোরেল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত সে রাজ্য। এর মধ্যেই মুম্বইয়ের ওয়াডালা এলাকায় আটকে যায় মনোরেলটি। কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যা নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ট্রেনে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদ বের করে আনা সম্ভব হয়েছে বলেই সূত্রের খবর।

Advertisement

গত মাসেও একইভাবে মাঝ পথে আটকে যায় মনোরেল। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় দু’ঘণ্টা একই জায়গায় আটকে থাকে ট্রেনটি। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। 

যদিও এই ঘটনার পর দীর্ঘক্ষণ বন্ধ ছিল মনোরেল পরিষেবা। যদিও সর্বশেষ খবর অনুযায়ী, উভয় লাইনেই পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে। মনোরেলের হাত ধরে সে রাজ্যের যাত্রী পরিষেবায় গতি এসেছে। ভারতের একমাত্র শহর মুম্বই যেখানে মনোরেল ব্যবস্থা চালু আছে। মনোরেলের একটি কোচে ১৮ জন বসার এবং ১২৪ জন দাঁড়ানোর ব্যবস্থা আছে। বহু মানুষ এই পরিষেবার উপর নির্ভরশীল। কিন্তু বারবার একই ঘটনায় ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের। যদিও মনোরেল কর্তৃপক্ষের দাবি, কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে যান্ত্রিক ত্রুটি কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান আধিকারিকদের। যদিও পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বলে রাখা প্রয়োজন, গত মাসের ১৯ তারিখ চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি জায়গায় একটি মনোরেলটি বিকল হয়ে পড়ে। মনোরেল পরিষেবা চলে মাটির অনেকটা উপর দিয়ে। ফলে মাঝপথে হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার সময় ট্রেনে ৪০০ এরও বেশি যাত্রী ছিলেন। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ল্যাডার দিয়ে যাত্রীদের উদ্ধার করে দমকল। সেই রেশ কাটতে না কাটতে ফের একবার মাঝ পথে থমকে রইল মনোরেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইতে ফের একবার থমকালো মনোরেল।
  • ওয়াডালা এলাকায় আটকে যায় মনোরেলটি।
Advertisement