সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে হিন্দি বিরোধী আগুনের মাঝেই এবার বড় পদক্ষেপ তেলেঙ্গানার। বুধবার তেলেঙ্গানার কংগ্রেস সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে তেলেগু ভাষা। সিবিএসই, আইসিএসই, আইবি ও তেলেঙ্গানার অন্য সমস্ত স্কুল বোর্ডকে মানতে হবে এই নিয়ম।
বুধবার বিজ্ঞপ্তি জারি করে রেবন্ত রেড্ডির সরকার জানিয়ে দিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে পড়তে হবে তেলুগু ভাষা। শুধু তাই নয়, ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক হবে তেলুগু ভাষা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যের ২০১৮ সালের আইন অনুযায়ী, সিবিএসই, আইসিএসই এবং আইবি সমস্ত বোর্ডে তেলুগু ভাষায় শিক্ষাদান বাধ্যতামূলক। সেইমতো নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য তেলুগু ভাষাকে সহজ করতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরল তেলুগু 'ভেনেলা' পাঠ্যপুস্তক ব্যবহার করা হবে।
উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে তামিলনাড়ুতে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্ট্যালিন সরকার। রাজ্যে হিন্দির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "কেন্দ্র ২ হাজার কোটি টাকার পরিবর্তে যদি ১০ হাজার কোটি টাকাও দেয় তাহলেও এ পাপ আমি করব না। এই নীতিতে সই করলে তামিল সমাজ ২ হাজার বছর পিছনে চলে যাবে।" স্ট্যালিন আরও বলেন, "দ্রাবিড় আন্দোলন ৮৫ বছর ধরে তামিল ভাষার রক্ষায় লড়াই করছে। গত ৭৫ বছরে ভারতে ৫২টি ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে হিন্দি আগ্রাসনে। শুধুমাত্র হিন্দি বলয়ে ধ্বংস হয়েছে ২৫ টি ভাষা। শিক্ষা ও স্বাস্থ্য আমাদের রাজ্যের দুই চোখ। এখানে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়া আমরা মানব না।"
হিন্দির বিরুদ্ধে তোপ দেগেছিলেন স্ট্যালিনপুত্র উদয়নিধিও। রাজ্যের উপর কেন্দ্রীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “হিন্দি ভাষা উত্তরের রাজ্যগুলির একাধিক স্থানীয় ভাষাকে ধ্বংস করে দিয়েছে। রাজস্থানি, হরিয়ানভি, ভোজপুরি-সহ আরও একাধিক ভাষাকে শেষ করে সেখানকার স্থানীয় ভাষা হয়ে উঠেছে হিন্দি। যদি তামিলনাড়ুতে এই ভাষা লাগু করা হয় তাহলে তামিল ভাষাকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে এরা।” ভাষাকে কেন্দ্র করে এই ডামাডোলের মাঝেই এবার স্কুলে তেলুগু বাধ্যতামূলক করল তেলেঙ্গানা সরকার।
