shono
Advertisement
Jammu and Kashmir

ফের রক্তাক্ত ভূস্বর্গ, কুপওয়ারায় চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ, মৃত ১

সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 02:34 PM Mar 17, 2025Updated: 05:03 PM Mar 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। সোমবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। এলাকায় যৌথ অভিযানে তল্লাশি চলাকালীন গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক জঙ্গির।

Advertisement

জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছেন দুই জঙ্গি। গোপন সূত্রে এই খবর ছিল সেনার কাছে। সেই মতো কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা যৌথ অভিযানের পরিকল্পনা করে। সোমবার ভোরে যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করতেই গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনী। এই সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও অভিযান চলছে বলেই খবর।

জম্মু ও কাশ্মীরে ভোটের আগে থেকে জঙ্গিবাদ বেড়েছে। একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। গুলির শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাগুলি। এছাড়াও জঙ্গি হামলা হয়েছে উপত্যকায় রুজিরুটির সন্ধানে আসা পরিযায়ী শ্রমিকদের উপর। সেই আবহেই বিধানসভা নির্বাচনও হয়েছে ভূস্বর্গে। এর পরেও বারুদের গন্ধ কাশ্মীরের বাতাসে। সাম্প্রতিক সময়ে হামলা হয়েছে সেনার গাড়িতে, নিরীহ গ্রামবাসীর উপরেও প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকারের পাশাপাশি কেন্দ্রও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরে ভোটের আগে থেকে জঙ্গিবাদ বেড়েছে।
  • এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকারের পাশাপাশি কেন্দ্রও।
Advertisement