ইনস্টাগ্রামে পরিচয়। সেখান থেকেই প্রেম। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে খুন! উত্তরপ্রদেশের লখনউয়ে এই ঘটনায় অভিযুক্ত সেই প্রেমিক এবং তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিন পাঁচেক আগে রেললাইন থেকে উদ্ধার হয় কিশোরীর দেহ। তার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চার জনকে গ্রেপ্তার করা হয়। মূল অভিযুক্তের নাম অংশু গৌতম। পুলিশ সূত্রে দাবি, এই হত্যাকাণ্ডে তাঁকে সহযোগিতা করেছিলেন তিন বন্ধু- আশিক, বৈভব এবং ঋষভ।
মৃতার মায়ের অভিযোগ, অংশু তাঁর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছিল। এর পরে তিনি আর মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ইনস্পেক্টর সুরেশ সিংহের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করে পুলিশ। তারা দ্রুত পদক্ষেপ করে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময়ে অংশু স্বীকার করেছেন, মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করেছেন তিনি। এর পরে বন্ধুদের সাহায্য নিয়ে মেয়েটির দেহ রেললাইনে ফেলে দিয়েছেন। অংশুর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের যাতে কড়া শাস্তি হয়, তা নিশ্চিত করতে সেই মতো করেই চার্জশিট তৈরি করা হবে।
