সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির (Tirupati Temple)। ভেজাল ঘি, প্রণামীর বাক্স চুরির পর এবার সিল্কের ওড়নায় বিরাট দুর্নীতির অভিযোগ উঠল। দুর্নীতির পরিমাণ অন্তত ৫৫ কোটি টাকা। দাবি করা হচ্ছে, গত ১০ বছর ধরে খাঁটি তুঁত সিল্কের নামে তিরুমালা তিরুপতি দেবাস্থনম বা টিটিডিকে সরবরাহ করা হচ্ছিল পলিয়েস্টারের সস্তার ওড়না। এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের দুর্নীতি দমন ব্যুরোকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে টিটিডি।
টিটিডির তরফে জানানো হয়েছে, যে সংস্থাকে ওই ওড়নার টেন্ডার দেওয়া হয়েছিল তাদের সঙ্গে চুক্তি ছিল ২০/২২ ডেনিয়ার সুতা দিয়ে বোনা খাঁটি তুঁত সিল্কের ওড়না সরবরাহ করার। যার একদিকে সংস্কৃতে এবং অন্যদিকে তেলেগুতে "ওম নমো ভেঙ্কটেশায়" লেখা থাকার কথা। পাশাপাশি শঙ্খ, চক্রের মতো প্রতীকের ছবি থাকার কথা। তবে তদন্তে দেখা যায় ওই ওড়নায় রেশমের সুতো নয় রয়েছে সস্তার পলিয়েস্টার। ভিআরএস এক্সপোর্টস নামে একটি সংস্থা সরবরাহ করত এই ওড়না। এই ওড়নার নমুনা বিশ্লেষণ করার জন্য পাঠানো হয়েছিল পরীক্ষাগারে সেখানেই ধরা পড়ে গোটা ঘটনা।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ১,৯৮৯ টাকা করে ১৫,০০০ ওড়নার বরাত দেওয়া হয়েছিল ওই সংস্থাকে। এই সংস্থা তার সহযোগী সংস্থার সঙ্গে মিলে তৈরি করে ওড়নাগুলি। জানা যাচ্ছে, ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫৪.৯৫ কোটি টাকার ওড়না সরবরাহ করেছিল সংস্থা। অনুমান করা হচ্ছে যার বেশিরভাগটাই ভুয়ো। মন্দির কমিটির আবেদনের ভিত্তিতে গোটা ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে ভিজিল্যান্স বিভাগ।
উল্লেখ্য, এর আগে তিরুপতি মন্দিরে (Tirupati Temple) ভেজাল ঘি ব্যবহার করে লাড্ডু তৈরির অভিযোগ ওঠে। যাকে কেন্দ্র করে সাড়া পড়ে যায় গোটা দেশে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সেই ঘটনার পর তিরুপতির প্রণামী বাক্স থেকে ১০০ কোটি টাকা চুরির অভিযোগ ওঠে। দাবি করা হয় এই ঘটনা ঘটেছিল ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে। এবার সিল্কের ওড়নায় কারচুপির অভিযোগকে ঘিরে শোরগোল পড়ল তিরুপতিতে।
