shono
Advertisement

ত্রিপুরায় গাড়ি ভাঙচুরের ঘটনা, কড়া ভাষায় বিপ্লব দেবকে আক্রমণ সুস্মিতা দেবের

শুক্রবার ত্রিপুরার আমতলী এলাকায় ঘটনাটি ঘটে।
Posted: 07:00 PM Oct 22, 2021Updated: 07:00 PM Oct 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত ত্রিপুরার রাজ্য রাজনীতি। এ বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একহাত নিয়েছেন সুস্মিতা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব দেবকে নপুংসক বলেন তিনি। “বিপ্লব দেব একটা হিজড়া (নপুংসক)। ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে”, এমনই মন্তব্য করেছেন তিনি। 

Advertisement

শোনা গিয়েছে, শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে নামে তৃণমূল কংগ্রেস (TMC)। আমতলিতে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সেই সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। আক্রান্ত হন সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরাও। আক্রান্তদের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি।

[আরও পড়ুন:  কন্যাভ্রূণ হত্যায় এগিয়ে মোদির গুজরাট, বিয়ের জন্য পাত্রী পাবেন না পুরুষরা!]

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, আমতলী বাজারে জনসংযোগ করতে গিয়েছিলেন তিনি ও তৃণমূল কংগ্রেস সদস্যরা। মাইক্রোফোন সমেত ব্র্যান্ডেড গাড়ি ছিল। গাড়িতে বসা মাত্রই জনা তিনেক দুষ্কৃতী হামলা চালায়। সুস্মিতা দেবের ব্যাগও নাকি কেড়ে নেওয়া হয়। সাংসদের অভিযোগ, ব্যাগ ফেরত নিয়ে তিনি দেখতে পান কর্মীদের দুষ্কৃতীরা মারধর করছে।  গোটা ঘটনার তীব্র ধিক্কার জানান সুস্মিতা দেব। আমতলী থানায় গোটা ঘটনার অভিযোগ জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, ত্রিপুরায় তৃণমূলের (TMC) নয়া রণকৌশলের কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন সুস্মিতা দেব। জানানো হয়েছিল, ৮টি জেলা, ৫৮টি ব্লক ও ২০টি শহরে হবে জনসংযোগ কর্মসূচি। স্টিয়ারিং কমিটির সদস্যদের এই জনসংযোগের জন্য তিনটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। আগামী ২ নভেম্বর শেষপর্যন্ত এই কর্মসূচি চলবে। সেই মতোই শুক্রবার থেকে ত্রিপুরার পথে নামলেন তৃণমূলের নেতা কর্মীরা।

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে বিপত্তি, প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি ৫ বাঙালির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement