shono
Advertisement
CBSE Class 12th

CBSE-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের নিরিখে ছাত্রদের টপকে গেলেন ছাত্রীরা

পরীক্ষায় বসেছিলেন ১৬,৯২,৭৯৪ জন পড়ুয়া।
Published By: Subhankar PatraPosted: 01:48 PM May 13, 2025Updated: 02:06 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন (সিবিএসই)-র দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হল মঙ্গলবার। সব পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হল। এইবার দেশজুড়ে এই পরীক্ষায় পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গতবারের থেকে যা ০.৪১ শতাংশ বেশি বলে জানিয়েছে বোর্ড।

Advertisement

চলতি বছরে ১৭, ০৪, ৩৬৭ ছাত্রছাত্রী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় বসেছিলেন ১৬,৯২,৭৯৪ জন। উর্ত্তীণ হয়েছেন, ১৪,৯৬,৩০৭ জন। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পাশের হারে ছাত্রীরা, ছাত্রদের থেকে এগিয়ে। এইবার ৯১ শতাংশ ছাত্রী পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন। যা ছাত্রদের থেকে ৫.৯৪ শতাংশ বেশি। এদিকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারাতে পাশের সবথেকে বেশি। সেখানে ৯৯.৬০ শতাংশ পড়ুয়া পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন। তালিকা সবচেয়ে নিজে রয়েছে প্রয়াগরাজ। এই এলাকার পাশের হার ৮০ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবছর দেশজুড়ে ২৬টি জায়গার ৭৮৪২টি সেন্টারে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হয়েছিল। ডায়াবেটিসে আক্রান্ত ছাত্রছাত্রী ছাড়া বাকিদের কোনও রকম খাবার, ওষুধ নিয়ে যেতে নিষেধ ছিল। এছাড়াও প্রতিবারের মতো ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে যাওয়ায় কড়া নিষেধ জারি করেছিল বোর্ড। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিবিএসই বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা হয়। মার্চ মাসেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায়। আজ মঙ্গলবার প্রকাশিত হল দ্বাদশ শ্রেণির ফলাফল। সারাবছরের কঠোর পরিশ্রমের ফলাফল পেল পড়ুয়ারা।

 ফলাফল প্রকাশিত হওয়ার পর  আগামী জীবনের সাফল্য কামনা করে এক্সহ্যান্ডালে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,  যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন, তাঁদের শুভেচ্ছা জানাই। আগামীর জন্য শুভকামনা।'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সজামিশন (সিবিএসসি)-র দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হল মঙ্গলবার।
  • সব পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হল।
  • এইবার দেশজুড়ে এই পরীক্ষায় পাশের হার ৮৮.৩৯ শতাংশ।
Advertisement