shono
Advertisement

Breaking News

PUBG-র নেশায় বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

অনলাইন গেমটি বন্ধ করার দাবিতে সরব নিহতদের পরিজনেরা৷ The post PUBG-র নেশায় বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:40 PM Mar 18, 2019Updated: 12:44 PM Mar 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে স্মার্টফোন আর সঙ্গে ইন্টারনেট থাকা মানেই দিনভর অনলাইন গেম৷ তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় PUBG৷ বর্তমানে অধিকাংশ মানুষই PUBG খেলায় মত্ত৷ বেশ কয়েকমাস ধরেই যুব সমাজের বড় অংশ এই খেলার জন্য বিপদেও পড়ছেন৷ কিন্তু তাতেও সম্বিত ফিরছে না৷ এবার ঘটল প্রাণহানি। মহারাষ্ট্রের হিঙ্গোলিতে ট্রেনের ধাক্কায় PUBG খেলতে খেলতে প্রাণ গেল দুই যুবকের৷ 

Advertisement

[দিল্লির মসনদে মোদিকে পৌঁছে দিয়েছিলেন বন্ধু পারিকরই]

মহারাষ্ট্রের হিঙ্গোলিতে রেললাইনের পাশে দাঁড়িয়েছিল বছর চব্বিশের নাগেশ গোরে এবং বাইশ বছর বয়সি স্বপ্নিল অন্নপূর্ণে নামে দুই যুবক৷ সেখানে দাঁড়িয়ে PUBG খেলছিল তারা৷ সেই সময় দ্রুত গতিতে হায়দরাবাদ-আজমের ট্রেন আসছিল৷ যুবকেরা অনলাইন গেম নিয়ে এতটাই মত্ত ছিল যে, ট্রেন আসছে তা বুঝতে পারেনি৷ হাওয়ায় লাইনে পড়ে যায় তারা৷ দ্রুতগতিতে ট্রেনটি তাদের উপর দিয়ে চলে যায়৷ ঘটনাস্থলে মারা যায় যুবকেরা৷ পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে৷ পুলিশ ওই দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে৷ মৃতদের পরিজনদের দাবি, বাড়িতে থাকলেও অন্য কোনও কাজে মন থাকত না নাগেশ এবং স্বপ্নিলের৷ সারাদিনই অনলাইন গেমে ব্যস্ত থাকত দু’জনে৷ তা নিয়ে বকাঝকাও করা হত তাদের৷  কিন্তু  এমন কাণ্ড যে ঘটবে, তা স্বপ্নেও ভাবেননি নিহতদের পরিজনেরা৷ 

[আইআইটি থেকে রাজনীতির আঙিনায়, শ্রদ্ধাজ্ঞাপন দেশপ্রেমী পারিকরকে]

‘প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ড’ খেলাটি বর্তমানে PUBG নামে বহুল প্রচারিত৷ যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই খেলাটির জন্ম হয়েছিল দক্ষিণ কোরিয়াতে। তারপর তা ভারতেও জনপ্রিয় হয়ে ওঠে৷ যে একবার এই খেলাটি শুরু করেন, সেই নাকি এই খেলার নেশায় বুঁদ হয়ে যায়৷ মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এই খেলার মাধ্যমে অতি সহজে মনে ঢুকিয়ে দেওয়া হয় হিংসার বীজ৷ তাই এই খেলার প্রতি আকৃষ্টরা নাকি হিংসাত্মক হয়ে ওঠেন খুব সহজেই৷ তাঁরা মৃত্যু, রক্তের প্রতি আকৃষ্ট হয়ে যান৷ যার ফল হচ্ছে মারাত্মক৷ ইতিমধ্যেই বহু জায়গায় এই খেলাটিকে নিষিদ্ধ করা হয়েছে৷ গুজরাটেও নিষিদ্ধ অনলাইন গেমটি৷

The post PUBG-র নেশায় বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement