shono
Advertisement

চাকরি দেওয়া হবে শুধু পার্টি ক্যাডারদের! সিপিএম শাসিত পুরনিগমের মেয়রের চিঠিতে বিতর্ক

ক্যাডার রাজ থেকে বেরোতে পারছে না সিপিএম।
Posted: 05:52 PM Nov 05, 2022Updated: 05:52 PM Nov 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে তিনবেলা গলা ফাটাচ্ছেন এরাজ্যের বাম নেতারা। অথচ তাঁদের নিজেদের দখলে থাকা কেরলেই বড়সড় দুর্নীতির ছায়া। অভিযোগ, সেখানে নাকি সরকারি চাকরি দেওয়া হচ্ছে শুধু সিপিএমের (CPIM) পার্টি ক্যাডারদের। একযোগে এই অভিযোগে সরব কংগ্রেস এবং বিজেপি।

Advertisement

সদ্য কেরলের তিরুবনন্তপুরম পুরনিগমের মেয়র আর্য রাজেন্দ্রনের (Arya Rajendran) লেখা একটি চিঠি প্রকাশ্যে এসেছে। সেই চিঠিটি লেখা হয়েছে সিপিএমের জেলা সম্পাদকদের। চিঠিতে নাকি তিরুবনন্তপুরম পুরনিগমের (Thiruvananthapuram) মেয়র বলছেন, পুরসভা স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছু অস্থায়ী পদে নিয়োগ করবে। কর্মীদের নিয়োগ করা হবে দৈনিক মজুরির ভিত্তিতে। সেই পদগুলিতে নিয়োগ করার জন্য জেলার নেতাদের পার্টি ক্যাডারদের নাম সুপারিশ করার আবেদন করেছেন মেয়র। চিঠিতে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, নেতাদের সুপারিশ অনুযায়ী পার্টি ক্যাডারদেরই ওই পদগুলিতে নিয়োগ করা হবে।

[আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার]

তিরুবনন্তপুরমের মেয়রের সেই চিঠি নিয়েই এখন উত্তাল মালয়ালি রাজনীতি। কংগ্রেস বলছে, এটা গোটা কেরলের বেকার যুব সমাজের উপর আক্রমণ। বাম আমলে যে রাজ্যে চরম অরাজকতা চলছে, এই চিঠি তারই প্রমাণ। বিজেপি (BJP) আবার আর্য রাজেন্দ্রনের ইস্তফা দাবি করেছে। বিতর্কের মুখে পড়ে বাম নেতারা বলছেন, মেয়র এখন শহরে নেই। তাঁর সঙ্গে কথা বলে এ ব্যাপারে দল প্রতিক্রিয়া দেবে। সিপিএমের এক নেতা অবশ্য জানিয়েছেন, মেয়র এই ধরনের চিঠি দিয়ে থাকলে সেটা ভুল করেছেন। এই ধরনের চিঠির কোনও প্রয়োজনীয়তা নেই।

[আরও পড়ুন: বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভকে সরানো বেআইনি, অভিযোগে মামলা হাই কোর্টে]

উল্লেখ্য, পার্টি ক্যাডারদের বেছে বেছে চাকরি দেওয়ার অভিযোগ বামেদের বিরুদ্ধে নতুন নয়। এরাজ্যেও বাম আমলে এই সিস্টেমেই চাকরি হত বলে বহুবার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস (Congress)। সম্প্রতি বাম যুবদের এক সমাবেশে একপ্রকার সেই অভিযোগ স্বীকারই করে নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বাম আমলে যে ক্যাডারদের চাকরি দেওয়ার জন্য চাপ আসত, সেটাও মেনে নিয়েছিলেন বিমানবাবু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement