shono
Advertisement
NEET

আতঙ্কের নাম 'নিট'! ফেলের ভয়ে তেলেঙ্গানায় 'আত্মঘাতী' দুই পরীক্ষার্থী

কোটায় শেষ মাত্র চার মাসে ১৪ জন নিট পরীক্ষার্থীর মৃত্যু হয়।
Published By: Gopi Krishna SamantaPosted: 12:44 PM May 06, 2025Updated: 12:44 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম পথ নিলেন দুই নিট পরীক্ষার্থী। পরীক্ষায় ভালো ফল না হওয়ার আশঙ্কায় দুই পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। মৃত দু’জনের নাম জঙ্গা পূজা এবং রহি মনোজ কুমার। দু’জনেই তেলেঙ্গানার বাসিন্দা।

Advertisement

পূজার বাড়ি জাগতিয়াল জেলায়, অন্যদিকে মনোজ আদিলাবাদ জেলার বাসিন্দা। দু’জনেই নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ৪ মে এবছরের নিট পরীক্ষায় বসেছিলেন তাঁরা। পূজার পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে প্রথমবার নিট পরীক্ষায় দেন পূজা। কিন্তু সে বছর পাশ করতে পারেননি। তারপর ভালো ফলের জন্য একটি কোচিং ক্লাসে ভর্তি হন। এবছর পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু রেজাল্ট খারাপ হওয়ায় আশঙ্কায় পরীক্ষার দু’দিনের মধ্যেই গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করলেন।

অন্যদিকে, মনোজ এবছরই প্রথম নিট পরীক্ষায় বসেছিলেন। জানা গিয়েছে, ছোট থেকেই লেখাপড়ায় ভালো ছিলেন মনোজ। তাছাড়া তাঁর বাবা পেশায় শিক্ষক হওয়ায় বাড়িতে পড়াশোনার পরিবেশও ছিল। নিট পরীক্ষা দেওয়ার জন্য হায়দরাবাদে কোচিংও নিয়েছিলেন মনোজ। পরীক্ষার পর সোমবার বাড়ি ফিরে আসেন। এরপরই বাড়িতেই গলায় দড়ি নেন বলে মনোজের পরিবারের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার দেশজুড়ে নিট পরীক্ষা আয়োজিত হয়। কিন্তু পরীক্ষার আগেই মানসিক অবসাদে আত্মহত্যার খবর মিলেছিল। পরীক্ষার আগের দিন অর্থাৎ শনিবার মধ্যপ্রদেশের এক তরুণী আত্মহত্যা করেন। এদিকে কোটায় শেষ মাত্র চার মাসে ১৪ জন নিট পরীক্ষার্থীর মৃত্যু হয়। গতবছরও ১৭ জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। এর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কী শুধুমাত্র ভালো রেজাল্ট করার প্রত্যাশা পূরণ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে নতুন প্রজন্ম? নাকি এর পিছনে রয়েছে পরিবার বা কোচিং সেন্টারের চাপ? প্রশ্ন থাকলেও উত্তর অধরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মৃত্যু দুই নিট পরীক্ষার্থীর।
  • দুই পরীক্ষার্থীর নাম জঙ্গা পূজা এবং রহি মনোজ কুমার। দু’জনেই তেলেঙ্গানার বাসিন্দা।
  • পরীক্ষার পর ফেল করবে এই অবসাদে গলায় দড়ি নিয়ে দু’জনেই আত্মহত্যা করছে বলে জানা গিয়েছে।
Advertisement