shono
Advertisement

Breaking News

Uddhav Thackeray

মহারাষ্ট্রের রাজনীতিতে 'ঘরেলু বিবাদ', উদ্ধব ঠাকরের কনভয়ে গোবর ছুড়ল রাজ ঠাকরের 'সেনা'

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। ২০ জনকে আটক করা হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 12:56 PM Aug 11, 2024Updated: 12:58 PM Aug 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে 'ঘরেলু বিবাদ' তুঙ্গে। এবার শিব সেনার উদ্ধব শিবিরের প্রধান উদ্ধব ঠাকরের কনভয়ে হামলার অভিযোগ উঠল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মীদের বিরুদ্ধে। শনিবার উদ্ধবের কনভয়ে গোবর এবং নারকেল ছোড়া হয় বলে অভিযোগ।

Advertisement

শনিবার এক রাজনৈতিক কর্মসূচি সেরে ফিরছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সে সময় আচমকা কিছু দুষ্কৃতী উদ্ধবের কনভয় লক্ষ্য করে পাথর এবং নারকেল ছোড়ে। কনভয়ের একাধিক গাড়ি আক্রান্ত হয় বলে খবর। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। ২০ জনকে আটক করা হয়েছে। ঘটনায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বলে খবর।

[আরও পড়ুন: টার্গেট মধ্যবয়সী মহিলারা, যৌনতায় রাজি না হলেই খুন! ১৩ মাসে ৯ খুনে ধৃত সিরিয়াল কিলার]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মী। একদিন আগেই রাজ ঠাকরের কনভয় লক্ষ্য করে সুপুরি ছোড়ার অভিযোগ উঠেছিল শিব সেনা কর্মীদের বিরুদ্ধে। শনিবার সেই ঘটনারই বদলা হিসাবে উদ্ধব ঠাকরের কনভয়ে হামলা বলে মনে করা হচ্ছে। বস্তুত এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনীতিতে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরের ঘরেলু বিবাদ চরমে। কাকা বালাসাহেব ঠাকরের সঙ্গে বিবাদের জেরে রাজ ঠাকরে শিব সেনা ছাড়ার পর থেকেই বালাসাহেব পরিবারের বিরোধিতা করে আসছেন রাজ ঠাকরে। এই মুহূর্তে সেই বিবাদ চরমে।

[আরও পড়ুন: ‘চরিত্রহননের চেষ্টা’, আদানির সংস্থায় অংশীদারিত্বের অভিযোগের পালটা বিবৃতি সেবি চেয়ারপার্সনের]

দিওয়ালির পরই মহারাষ্ট্রের ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেরাজ্যে কংগ্রেস এবং এনসিপির শরদ পওয়ার শিবিরের সঙ্গে জোট করে নির্বাচন লড়ার কথা শিব সেনার উদ্ধব শিবিরের। তবে তিন দলের মধ্যে আসনরফা নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে এমএনএস সমর্থন করতে পারে বিজেপিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের রাজনীতিতে 'ঘরেলু বিবাদ' তুঙ্গে।
  • এবার শিব সেনার উদ্ধব শিবিরের প্রধান উদ্ধব ঠাকরের কনভয়ে হামলার অভিযোগ উঠল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মীদের বিরুদ্ধে।
  • শনিবার উদ্ধবের কনভয়ে গোবর এবং নারকেল ছোড়া হয় বলে অভিযোগ।
Advertisement