সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট অন্তর্কলহে জর্জরিত কংগ্রেস। নিজেদের মধ্যে লড়াই করছেন খোদ গান্ধী পরিবারের দুই সদস্য প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) এবং রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা রবনীত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। তাঁর দাবি, প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা মেনে নিতে পারছেন না রাহুল। সেকারণেই সংসদের অধিবেশন চলাকালীন তিনি চলে গিয়েছেন জার্মানিতে।
কংগ্রেসের গোষ্ঠীকোন্দল, নেতাদের নিজেদের খেয়োখেয়ি সর্বজনবিদিত। একেবারে তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, গোষ্ঠীকোন্দলের জন্য বহু নির্বাচনে লোকসান হয়েছে কংগ্রেসের। রাজনৈতিক কেরিয়ার জলাঞ্জলি দিতে হয়েছে বহু নেতাকে। তবে এসবের আঁচ এ পর্যন্ত গান্ধী পরিবারের অন্দরে পড়েনি। অন্তত সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কোনওরকম সংঘাত রয়েছে, তেমন কোনও প্রমাণ বা জল্পনাও এ পর্যন্ত শোনা যায়নি। যদিও বিজেপি দীর্ঘদিন ধরে দুই গান্ধীর মধ্যে মিল নেই বলে দাবি করে আসছে। সেই দাবি আরও জোরালো করলেন রবনীত বিট্টু।
প্রাক্তন কংগ্রেস নেতা তথা অধুনা বিজেপির মন্ত্রী বললেন, "গান্ধী পরিবারের দুই সদস্য নিজেদের মধ্যে লড়ছেন। আমি জানতে পেরেছি কংগ্রেসের বহু নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণের তুলনা করছেন। সেটা রাহুলের একেবারে পছন্দ নয়।" কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রিয়াঙ্কার সঙ্গে নিজের তুলনা মানতে পারছেন না রাহুল। সেকারণেই সংসদ অধিবেশনের মাঝপথে তিনি উড়ে গিয়েছেন জার্মানিতে। যদিও নিজের ভাষণের স্বপক্ষে যুক্তিগ্রাহ্য প্রমাণ দেখাতে পারেননি বিট্টু।
রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী পরিবারের দুই সন্তানের মধ্যে বরাবরের সুসম্পর্ক। রাজনীতির লড়াইয়ে যেখানে বহু পরিবারের অন্দরে ফাটল ধরেছে, ভাইয়ে-ভাইয়ে, ভাইয়ে-বোনে ক্ষমতা দখলের লড়াই চলেছে, সেখানে রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী ব্যতিক্রমী। তাঁদের সৌহার্দ্যের ছবি বারবার প্রকাশ্যেও দেখা গিয়েছে। কখনও প্রকাশ্যে আলিঙ্গন, কখনও স্নেহচুম্বন। এসব ক্যামেরাবন্দিও হয়েছে। যখনই কোনও একজনের উপর আক্রমণ এসেছে, তখনই আর একজন পাশে দাঁড়িয়েছেন। রাহুলের এই জার্মানি সফর নিয়ে বিজেপি যখন তোপ দেগেছিল, তখনও প্রিয়াঙ্কা তাঁর পাশে দাঁড়ান। আবার সংসদে বন্দে মাতরম নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কার চর্চিত ভাষণের ভূয়সী প্রশংসা করেন রাহুল।
