shono
Advertisement

Breaking News

Harassment

রাস্তায় নিজের দুই বোনকেই হেনস্তা! প্রতিবাদ করায় ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাল 'গুণধর' দাদা, তারপর..

লিশ জানিয়েছে, রবিবার দৌলতপুর ঘাট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই বোন। বড়জনের বয়স ২১। ছোট বোন নাবালিকা (১৭)। অভিযোগ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁদের পথ আটকান দাদা আকাশ মাধেশিয়া (২২)।
Published By: Saurav NandiPosted: 06:37 PM Jan 18, 2026Updated: 06:37 PM Jan 18, 2026

অন্য কেউ নন। খোদ নিজের দাদার হাতেই রাস্তায় নিগ্রহের শিকার হলেন দুই বোন! শুধু তা-ই নয়, তাঁরা বাধা দেওয়ায় তাঁদের ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েও দিলেন দাদা।

Advertisement

উত্তরপ্রদেশের বস্তি জেলার সন্ত কবীর নগর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, রবিবার দৌলতপুর ঘাট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই বোন। তাঁদের মধ্যে বড়জনের বয়স ২১। ছোট বোন নাবালিকা (১৭)। অভিযোগ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁদের পথ আটকান দাদা আকাশ মাধেশিয়া (২২)। তারপরই তাঁদের হেনস্তা করা শুরু করেন তিনি। বড়বোন তার প্রতিবাদও করেন। আর সেই সময়েই পকেট থেকে ছুরি বার করে আকাশ তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন বলে অভিযোগ। তাতে পিঠে গুরুতর আঘাত পান বড়়বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ যখন বড়বোনের উপর হামলা চালান, ছোটবোনও তাঁকে বাধা দিতে গিয়েছিল। সেই জন্য তাকেও ছুরি দিয়ে কুপিয়ে দেন দাদা। ওই নাবালিকাও হাতে চোট পেয়েছেন। এই ঘটনার পরেই ধানঘাটা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তার ভিত্তিতে মামলাও রুজু হয়েছে। যদিও পরিবারের অভিযোগ, পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি। কাউকেই গ্রেপ্তার করেনি তারা।

যদিও সার্কেল অফিসার অভয়নাথ মিশ্র বলেন, "ভারতীয় ন্যায় সংহিতা এবং এসসি/এসটি আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু হয়েছে। অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement