shono
Advertisement
Uttar Pradesh

ভবিষ্যতের লক্ষ্যে যোগী, AI প্রযুক্তিতে জোয়ার আনতে কেন্দ্র-রাজ্য মউ

AI: সোমবার এই মর্মে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ‘ইন্ডিয়া এআই মিশন’ এবং রাজ্যের ‘ইউপি ডেসকো’-র মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে।
Published By: Buddhadeb HalderPosted: 02:37 PM Jan 13, 2026Updated: 03:36 PM Jan 13, 2026

প্রযুক্তির দুনিয়ায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে বড় পদক্ষেপ করল উত্তরপ্রদেশ। রাজ্যে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মেলাল যোগী আদিত্যনাথের প্রশাসন। সোমবার এই মর্মে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ‘ইন্ডিয়া এআই মিশন’ এবং রাজ্যের ‘ইউপি ডেসকো’-র মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। প্রশাসনের দাবি, এই চুক্তি উত্তরপ্রদেশের প্রযুক্তিগত মানচিত্রে মাইলফলক হয়ে থাকবে।

Advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষ্য, উত্তরপ্রদেশকে দেশের প্রধান প্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্রে পরিণত করা। সেই লক্ষ্যেই গত ন’বছর ধরে রাজ্যে ডিজিটাল গভর্নেন্স, স্টার্টআপ এবং ডেটা সেন্টারের ওপর জোর দেওয়া হচ্ছে। এ বার লক্ষ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মউ বিনিময় অনুষ্ঠানে আইটি ও ইলেকট্রনিক্স দফতরের প্রধান সচিব অনুরাগ যাদব বলেন, “এই উদ্যোগের ফলে রাজ্যের যুবসমাজ ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ার জন্য তৈরি হতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির এক নতুন দিগন্ত খুলে যাবে।”

চুক্তির অন্যতম প্রধান অংশ হল রাজ্যে মোট ৬৫টি ‘ডেটা অ্যান্ড এআই ল্যাব’ স্থাপন। প্রশাসন সূত্রের খবর, লখনউ, গোরক্ষপুর এবং পিলিভিতে ইতিমধ্যেই এই ধরনের ল্যাব কাজ শুরু করে দিয়েছে। এ ছাড়া আরও ৪৯টি ল্যাব তৈরির অনুমোদন দিয়েছে যোগী সরকার। বাকি ১৩টি ল্যাবের জন্য দ্রুত জায়গা চিহ্নিত করা হবে। এই ল্যাবগুলিতে আধুনিক পরিকাঠামো থাকবে, যা মূলত এআই সংক্রান্ত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে।

আধিকারিকদের মতে, এই ল্যাবগুলির মাধ্যমে পড়ুয়ারা শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং বাস্তব সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের হাতেকলমে পাঠ পাবেন। এর ফলে শিল্পক্ষেত্রে যে ধরনের দক্ষ কর্মীর প্রয়োজন, তা রাজ্যেই তৈরি হবে। একই সঙ্গে ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও উত্তরপ্রদেশ স্বনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement