shono
Advertisement
Uniform Civil Code

আজ থেকে উত্তরাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি, বিয়ে-লিভ ইনের নিয়মে কী কী বদল?

সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লিভ ইন সম্পর্কের নিয়মাবলি।
Published By: Anwesha AdhikaryPosted: 10:58 AM Jan 27, 2025Updated: 02:20 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুর থেকে উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। ডিসেম্বর মাসেই সেরাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছিলেন, চলতি বছরের শুরুতেই উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল। প্রায় একবছর পর অবশেষে কার্যকর হতে চলেছে 'বিতর্কিত' এই আইন।

Advertisement

জানা গিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দেবেন ধামী। ইতিমধ্যেই এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। নাম নথিভুক্ত করা থেকে শুরু করে কোনও বিশেষ পরিষেবার জন্য আবেদন দাখিল- অনলাইনে অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা রাখছে দেবভূমি। সোমবারই সেই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা হবে। তারপরে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে নতুন আইন নিয়ে।

নতুন বিধি কার্যকর হওয়ার পরে উত্তরাখণ্ডের আইনে কী কী পরিবর্তন হতে চলেছে? আইন অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে রেজিস্ট্রেশন না হলেও বৈধতা থাকবে বিয়ের। কিন্তু রেজিস্ট্রেশন না থাকলে ওই বিয়ে আইনি স্বীকৃতি পাবে না। মিলবে না সরকারি সাহায্যও। বিবাহিত অবস্থায় দ্বিতীয় বার বিয়ে করতে পারবেন না কেউ। বিয়ের ক্ষেত্রে পুরুষদের ২১ এবং মহিলাদের বয়স ১৮ বছর হতেই হবে। সমস্ত ধর্মের নাগরিকদের জন্যই এই নিয়ম বলবৎ থাকবে। সামাজিক বিয়ের পর ছমাস পর্যন্ত সময় দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য।

সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লিভ ইন সম্পর্কের নিয়মাবলি। আইন অনুযায়ী, সরকারিভাবে নথিভুক্ত করাতে হবে লিভ ইন সম্পর্ক। নোটিস দেওয়ার একমাসের মধ্যে লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করাতে হবে। তা না হলে সাজা ভুগতে হবে। লিভ ইন যুগলকে বাড়ি ভাড়া দেওয়ার সময় তথ্য গোপন করলে শাস্তি দেওয়া হবে বাড়ির মালিককেও। লিভ ইনের সরকারি নথিভুক্ত না করালে সর্বোচ্চ তিনমাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। ভুল তথ্য দিলে এই সাজা বেড়ে ৬ মাসের জেল এবং ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দেবেন ধামী। ইতিমধ্যেই এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার।
  • বিয়ের ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে রেজিস্ট্রেশন না হলেও বৈধতা থাকবে বিয়ের।
  • নোটিস দেওয়ার একমাসের মধ্যে লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করাতে হবে। তা না হলে সাজা ভুগতে হবে।
Advertisement