সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনের উপর ছিল বিশাল আকারের একটি পাথর। চালক খেয়াল না করলেই ভয়ংকর কাণ্ড ঘটত। যদিও শেষ মুহূর্তে ট্রেন থামান তিনি। দুর্ঘটনা থেকে রক্ষা পায় বন্দে ভারত। ওড়িশার নওপাড়ার এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। এখন প্রশ্ন উঠছে, কারা রেল লাইনের উপরে রেখে গেল বড়সড় পাথর? নাশকতার উদ্দেশ্য ছিল কি?
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নওপাড়া এলাকায় লেভেল ক্রসিং গেট থেকে ১০০ মিটার দূরে পড়ে ছিল বড় আকারের পাথরটি। ওই পথ দিয়েই যচ্ছিল দেশে সর্বোচ্চ গতির ট্রেন বন্দে ভারত। দূর থেকে দেখতে পেয়েই ট্রেন থামান চালক। খবর দেন স্টেশন ম্যানেজারকে। নাশকতার আশঙ্কায় রেল সুরক্ষা বাহিনী এবং রেলপুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। পাথর সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ট্রেনটিকে রওনা করানো হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে একের পর এক রেল দুর্ঘটনায় চিন্তায় রেল কর্তারা। প্রকাশ্যে এসেছে নাশকতার তত্ত্বও। কখনও রেললাইনে কংক্রিটের স্ল্যাব, তো কখনও লাইনের ফিসপ্লেট খুলে রাখা। সাম্প্রতিক সময়ে দেশের নানা জায়গায় ট্রেন জেহাদের ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। সম্প্রতি মধ্যপ্রদেশে সেনা জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র সামনে আসে। কানপুরে বড়সড় রেল দুর্ঘটনার ষড়যন্ত্র প্রকাশ্যে আসে। এর আগে রেললাইনে গ্যাস ভর্তি সিলিন্ডার, পেট্রোলের বোতল, বারুদের খোঁজ পাওয়া যায়। বার বার এমন ঘটনায় প্রশ্নের মুখে ভারতীয় রেলের নিরাপত্তা।