সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায় কলমে গ্রীষ্মকাল পড়তে এখনও বাকি। তবে ভরা বসন্তেও আগুন গরমে পুড়ছে ভারত। রিপোর্ট বলছে, ১২৪ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি দেখল দেশ। ভারতের গড় তাপমাত্রা এই মাসে বেড়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বলার অপেক্ষা রাখে না, এই রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক।
ভারত তো বটেই গোটা বিশ্বজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা গত কয়েক বছরে বেড়েছে ব্যাপকভাবে। আমেরিকা-সহ ইউরোপীয় দেশগুলিতে দাবানল সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা গিয়েছে আরবের মতো মরুদেশে। অন্যদিকে, ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলিতে ঝড় ও উত্তর ভারত পুড়ছে তাপপ্রবাহে। জলবায়ু পরিবর্তনের এমন লাগামছাড়া আচরণের জন্য বিশ্ব উষ্ণায়ণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
এহেন পরিস্থিতির মাঝেই এবার প্রকাশ্যে এল দেশের মৌসম বিভাগের চাঞ্চল্যকর তথ্য। যেখানে দাবি করা হয়েছে, ১৯০১ সালের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসকে উষ্ণতম ফেব্রুয়ারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মাসের গড় তাপমাত্রা বেড়েছে ২২ ডিগ্রি। শুধু তাই নয়, রাত্রিকালিন গড় তাপমাত্রাও লাফিয়ে বেড়েছে দেশে। রিপোর্ট অনুযায়ী, রাতের গড় তাপমাত্রা বেড়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা অতীতের উষ্ণতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে রিপোর্ট বলছে, ফেব্রুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রাও বেলাগাম বেড়েছে। ২০২৩ সালের পর দ্বিতীয় গড় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭৪ বছরের মধ্যে উষ্ণতম রাত্রিকালিন তাপমাত্রার রেকর্ড গড়েছে দিল্লি। সফদরজংয়ের রাতের তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি। ১৯৫১ সালের পর তাপমাত্রার এহেন ব্যাপক বৃদ্ধি এই প্রথম।
