shono
Advertisement
Priyanka Gandhi

প্রিয়াঙ্কার অভিষেকের মঞ্চে ইতিহাসের সবচেয়ে কম ভোট পড়ল ওয়ানড়ে, চিন্তায় কংগ্রেস?

কেন এত কম ভোট পড়ল ওয়ানড়ে? কারণ খুঁজছে হাত শিবির।
Published By: Subhajit MandalPosted: 11:27 AM Nov 14, 2024Updated: 11:27 AM Nov 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানড়ের উর্বর জমিতে প্রথমবার নির্বাচনী ভাগ্যপরীক্ষায় নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় ৩ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই কংগ্রেস সাধারণ সম্পাদকের হাতেখড়ি। প্রিয়াঙ্কার এই ভোট অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রাণপাত করেছে গোটা কংগ্রেস দল। লক্ষ্য, অন্তত পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জেতানো জাতীয় স্তরে দলের অন্যতম মুখকে। কিন্তু ওয়ানড়ের ভোটের হার হাত শিবিরকে খানিক চিন্তায় ফেলে দিয়েছে। কংগ্রেসের অন্দরে প্রশ্ন ওঠা শুরু করেছে লক্ষ্যপূরণ তো দূর, ধারেকাছে পৌঁছনো যাবে তো?

Advertisement

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারের উপনির্বাচনে ওয়ানড়ে ভোট পড়েছে মোটে ৬৪.৭২ শতাংশ। যা এ পর্যন্ত এই লোকসভা কেন্দ্রের ইতিহাসে সর্বনিম্ন। অবশ্য ওয়ানড় খুব পুরনো কেন্দ্র নয়। ২০০৯ সালে এটা তৈরি। এর পর প্রায় প্রতিবারই ৭০ শতাংশের বেশি ভোট পড়ছে। ব্যতিক্রম এই উপনির্বাচন। ২০২৪ লোকসভা নির্বাচনেও ওয়ানড়ে প্রায় ৭৩ শতাংশ ভোট পড়ে। ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী। কংগ্রেস চাইছিল রাহুলের সেই মার্জিন ছাপিয়ে প্রিয়াঙ্কাকে ৫ লক্ষের বেশি ভোটে জেতাতে।

কিন্তু ভোটের যা হার, তাতে সেই ব্যবধান নিয়ে সংশয় তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে। রাজনৈতিক মহলও মনে করছে ওই ব্যবধানের ধারেকাছে প্রিয়াঙ্কা পৌঁছবেন কিনা সেটা নিয়েও সংশয় আছে। কিন্তু এত কম ভোট কেন পড়ল ওয়ানড়ে? আসলে উপনির্বাচনে সরকার বদলের তাগিদ না থাকায় ভোট এমনিতেই কম পড়ে। তার উপর ওয়ানড়ে সদ্য বিরাট প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে। যার জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বহু মানুষ হারিয়েছেন ভিটেমাটি। এই ধরনের পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থায় অনীহা তৈরি হওয়া স্বাভাবিক। তাছাড়া রাহুল গান্ধী যেভাবে ওয়ানড় কেন্দ্র মাঝপথে ছেড়ে রায়বরেলিতে চলে গিয়েছেন, সেটাও ওয়ানড়বাসীর একাংশের পছন্দ হয়নি।

এই সব ফ্যাক্টরই প্রিয়াঙ্কার বিপক্ষে যাচ্ছে। তবে কংগ্রেস নেতৃত্ব তাঁর জয়ের ব্যাপারে একেবারেই সংশয়ে নেই। প্রিয়াঙ্কা ওয়ানড়ে লড়েছেন সিপিআই প্রার্থী সত্যেন মোকেরি এবং বিজেপির নব্যা হরিদাসের বিরুদ্ধে। এঁরা কেউ প্রিয়াঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না বলেই মনে করছে কংগ্রেস। তাছাড়া দলীয় নেতৃত্ব দাবি করছে, পরাজয় নিশ্চিত জেনে ওয়ানড়ের বিরোধী ভোটাররা সেভাবে ভোটদানে উৎসাহ দেখাননি। ফলে ভোটের হার কমেছে। অন্যদিকে কংগ্রেসি ভোটাররা পূর্ণ উদ্যমে প্রিয়াঙ্কাকে বড় ব্যবধানে জেতানোর জন্য ভোট দিয়েছেন। প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান তাই পাঁচ লক্ষই হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রিয়াঙ্কার এই ভোট অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রাণপাত করেছে গোটা কংগ্রেস দল।
  • লক্ষ্য, অন্তত পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জেতানো জাতীয় স্তরে দলের অন্যতম মুখকে।
  • ওয়ানড়ের ভোটের হার হাত শিবিরকে খানিক চিন্তায় ফেলে দিয়েছে।
Advertisement