shono
Advertisement

সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর

সোনুর মন্তব্যের প্রতিবাদে কলকাতায় মিছিলের ঘোষণা৷ The post সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:26 AM Apr 19, 2017Updated: 04:08 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনু নিগমের আজান টুইট ঘিরে বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন পশ্চিমবঙ্গের মাইনোরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শাহ আতিফ আলি আল কুদেরি৷ সোনুর মাথা কামিয়ে, জুতোর মালা পরে ঘোরালে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন তিনি৷

Advertisement

[ ‘আজানে প্রশ্ন, সোনু কি রাজ্যসভায় বিজেপি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন?’ ]

আজানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে সোনুর মতের বিপক্ষে প্রচুর মন্তব্য এসেছে৷ বহু মানুষই সোনুর টুইটের নিন্দা করেছেন, পাল্টা প্রশ্নও তুলেছেন৷ তার জবাবও দিয়েছেন গায়ক৷ সাফ জানিয়েছেন, তিনি ইসলামের বিরোধিতা করেননি৷ কেননা তাঁর টুইটে মন্দির ও গুরুদ্বারের কথাও উল্লেখ ছিল৷ যদিও এদিকে এই টুইটের জেরেই সোনুর নামে ফতোয়া জারি করলেন এই মৌলবী৷ তাঁর দাবি, তীব্র দেশবিরোধী কথা বলেছেন সোনু৷ এরপর তিনিও কোনও মন্দির থেকে ঘণ্টাধ্বনি এলে এভাবেই প্রতিক্রিয়া জানাবেন৷ তাঁর মত, এভাবেই যদি দেশের প্রত্যেকে একে অপরের ধর্মাচরণ সম্পর্কে অসহিষ্ণু হয়ে পড়ে তাহলে ঘোর সমস্যা দেখা দেবে৷ আর তাই সোনুর মতো লোককে দেশ থেকে বিতাড়িত করা উচিত বলেই দাবি তুলেছেন তিনি৷ সেই সঙ্গে জারি হয়েছে ফতোয়াও৷ কাউন্সিলের সাধারণ সম্পাদক সাবির আলিও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ জানিয়েছেন, প্রতি ধর্মেই সকালে ওঠার কথা আছে৷ মুসলিমদের ক্ষেত্রে যেমন নমাজ, হিন্দুদের ক্ষেত্রে তা সূর্য নমস্কার৷ তাহলে আজানের শব্দ নিয়ে এত অভিযোগ আসছে কেন৷ তাঁর দাবি, আজান নয়, বরং সোনুর স্টুডিওর শব্দে মানুষের কান ঝালাপালা হয়ে যায়৷ তাঁর আরও দাবি, বাংলার গায়ক অরিজিৎ সিংয়ের কাছে ক্রমাগত হেরে যাচ্ছেন সোনু৷ তাঁর গানের শোয়ের চুক্তি চলে যাচ্ছে অরিজিতের কাছে৷ আর তাই তিনি যেন সকালে উঠে আজানের শব্দ শোনা অভ্যাস করেন৷

‘নমাজের জন্য আজান জরুরি, লাউডস্পিকার নয়’ ]

সংগঠনের তরফে জানানো হয়েছে, রানি রাসমনি অ্যাভিনিউতে সোনুর বিরুদ্ধে মিছিল বের করা হবে৷ সংগঠনের দাবি, সোনু ও আরএসএস-এর কিছু লোক ক্রমাগত হজরতকে অপমান করে চলেছেন৷ তাঁদের বার্তা দিতেই এই মিছিল সংগঠিত করা হবে৷ সব ধর্মের মানুষই এই মিছিলে অংশ নিতে পারেন বলে জানানো হয়েছে৷

‘আজান শুনতে দারুণ লাগে’, প্রিয়াঙ্কার ভিডিওয় সোনুকে জবাব নেটিজেনদের ]

জবাবে সোনু জানিয়েছেন, এটা কি ধর্মীয় গুণ্ডাগিরি নয়? এরপর শ্লেষ করে বলেছেন, তিনি নিজেই মাথা কামিয়ে ফেলছেন৷ মৌলবী যেন দশ লক্ষ টাকা তৈরি রাখেন৷

The post সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার