shono
Advertisement
West Bengal Police

রাজীব কুমারের পর কে? ডিজি নিয়োগে নামপ্রস্তাবের জন্য রাজ্যকে ২ দিন সময় দিল ট্রাইব্যুনাল

আগামী ২৮ জানুয়ারি ইউপিএসসি প্যানেল প্রস্তুতের জন্য বৈঠক করবে, ২৯ তারিখের মধ্যে তা রাজ্যকে পাঠানো হবে।
Published By: Sucheta SenguptaPosted: 04:23 PM Jan 21, 2026Updated: 04:30 PM Jan 21, 2026

রাজীব কুমারের পর রাজ্য পুলিশের ডিজি পদে বসছেন কে? রাজ্যকে দু'দিনের মধ্যে সেই নামপ্রস্তাব পাঠানোর নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাট (CAT)। ২৩ জানুয়ারির মধ্যে পরবর্তী ডিজি হিসেবে প্রস্তাবিত পুলিশকর্তাদের নামের তালিকা জমা দিতে হবে UPSC-র কাছে। তার কয়েকদিনের মধ্যেই UPSC আলোচনার মাধ্যমে প্যানেল তৈরি করবে এবং তা রাজ্যকে পাঠানো হবে। এই গোটা প্রক্রিয়ার সময় অতি সংক্ষিপ্ত - ২৯ জানুয়ারির মধ্যে তা শেষ করতে হবে। তাই রাজ্যকে মাত্র ২ দিন সময়ের মধ্যেই পরবর্তী ডিজির নাম প্রস্তাব আকারে পাঠাতে হবে।

Advertisement

২৩ জানুয়ারির মধ্যে পরবর্তী ডিজি হিসেবে প্রস্তাবিত পুলিশকর্তাদের নামের তালিকা জমা দিতে হবে UPSC-র কাছে। তার কয়েকদিনের মধ্যেই UPSC আলোচনার মাধ্যমে প্যানেল তৈরি করবে এবং তা রাজ্যকে পাঠানো হবে। এই গোটা প্রক্রিয়ার সময় অতি সংক্ষিপ্ত - ২৯ জানুয়ারির মধ্যে তা শেষ করতে হবে। 

পুলিশ মহলে গুঞ্জন, পরবর্তী ডিজি হিসেবে আইপিএস অফিসার রাজেশ কুমার সবচেয়ে যোগ্য। তিনি এই মুহূর্তে রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্যসচিব। কিন্তু অভিযোগ, সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে ওই পদে বসানো থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই বুধবার রাজ্যকে ওই নির্দেশ দিয়েছে ক্যাট।

এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে তিনি অস্থায়ী বা ভারপ্রাপ্ত। আগামী ৩১ জানুয়ারি অবসর নেওয়ার কথা আইপিএস রাজীব কুমারের। এই আবহেই রাজ্যে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসলে এই বিষয়টি নিয়ে একটু জটিলতা রয়েছে। রাজীব কুমারের আগে রাজ্যের স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁর মেয়াদ শেষ হয়। সেই সময়েই পরবর্তী ডিজি নিয়োগের জন্য রাজ্য নামপ্রস্তাব করে পাঠায় ইউপিএসসি-তে। কিন্তু নিয়ম অনুযায়ী, ডিজির অবসরের ৩ মাস আগে এই নাম পাঠাতে হয়। তাই রাজ্যের পাঠানো ওই প্রস্তাবিত নাম ফেরত আসে।

আসলে এই বিষয়টি নিয়ে একটু জটিলতা রয়েছে। রাজীব কুমারের আগে রাজ্যের স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁর মেয়াদ শেষ হয়। সেই সময়েই পরবর্তী ডিজি নিয়োগের জন্য রাজ্য নামপ্রস্তাব করে পাঠায় ইউপিএসসি-তে। কিন্তু নিয়ম অনুযায়ী, ডিজির অবসরের ৩ মাস আগে এই নাম পাঠাতে হয়।

এবার ইউপিএসসি জানিয়েছে, পরবর্তী ডিজি পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নাম পাঠাতে হবে ২৩ জানুয়ারির মধ্যে। ২৮ জানুয়ারি ইউপিএসসি প্যানেল প্রস্তুতের জন্য বৈঠক করবে। তার ভিত্তিতে ডিজিদের নিয়োগ প্যানেল তৈরি করে তা রাজ্যগুলির কাছে পাঠানো হবে ২৯ তারিখের মধ্যে। নিয়ম অনুযায়ী, এই বৈঠকে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অথবা তাঁর মনোনীত কোনও প্রতিনিধি, আধা সেনাবাহিনীর কোনও ডিজি, ইউপিএসসি-র এক প্রতিনিধি, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব এবং বিদায়ী স্থায়ী ডিজি। এঁরা আলোচনার ভিত্তিতে পরবর্তী ডিজিকে নিয়ে সিদ্ধান্ত নেন। রাজ্যের তরফে পাঠানো নামগুলি থেকে তিনজনের নাম বেছে দেওয়া হয়। তাঁদের মধ্যে থেকে রাজ্যই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, পরবর্তী ডিজি কে হবেন। এখন প্রশ্ন হল, রাজীব কুমারের পরবর্তী রাজ্য পুলিশের ডিজি পদে বসবেন কে? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement