shono
Advertisement
Pakistani

ভিসার মেয়াদ শেষ, এরপরেও ভারতে থাকলে কী শাস্তি হবে পাকিস্তানিদের?

এখনও পর্যন্ত আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন ৫৩১ জন।
Published By: Amit Kumar DasPosted: 09:25 PM Apr 27, 2025Updated: 09:26 PM Apr 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সাধারণ পাকিস্তানিদের জন্য রবিবার শেষ হয়েছে ভিসার মেয়াদ। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা ও ভারত সরকারের নির্দেশিকার পর এখনও পর্যন্ত আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন ৫৩১ জন। পাকিস্তান থেকে ভারতে আসার জন্য একাধিক ক্ষেত্রে ভিসা দেয় বিদেশমন্ত্রক। চলতি মাসেই শেষ হয়ে যাবে সমস্ত রকম ভিসার মেয়াদ। কিন্তু প্রশ্ন হল, সময় পেরিয়ে যাওয়ার পরও যদি কোনও পাকিস্তানি পুরনো ভিসা নিয়ে ভারতে থেকে যান, তাহলে তাঁদের ভবিষ্যৎ কী?

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে ভারত সরকার। সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিলের পাশাপাশি সমস্ত পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো সার্ক ভিসার মেয়াদ শেষ হয়েছে ২৬ এপ্রিল। এর পাশাপাশি মেডিক্যাল ভিসা ছাড়া সব রকমের ভিসার মেয়াদ শেষ হয়েছে ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার। মেডিক্যাল ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। তবে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে দীর্ঘমেয়াদী ও কূটনৈতিক ভিসা।

মোদি সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা ভারত ছাড়বেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে। এর পরও যদি কোনও পাকিস্তানি ভারতে থেকে যান, সেক্ষেত্রে ১৯৪৬ সালের বিদেশ আইনের অধীনে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। এই আইন অনুযায়ী ভিসা শেষ হওয়ার পরও যদি কোনও বিদেশি দেশে থেকে যান সেক্ষেত্রে তাঁদের জরিমানা, কারাদণ্ড, নির্বাসন দেওয়া হবে। শুধু তাই নয়, অভিযুক্তকে কালো তালিকাভুক্ত করতে পারে সরকার। যার অর্থ আর কখনও ভারতে প্রবেশ করতে পারবেন না তিনি। তবে শাস্তি নির্ধারিত হবে ভিসার মেয়াদ শেষের পর অভিযুক্ত বিদেশি কতদিন ভারতে থেকেছেন তার উপর।

তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশেষ ভিসায় কারা কারা ছাড় পেতে চলেছেন? সরকারের তরফে জানা যাচ্ছে, স্বল্প মেয়াদের ১২ রকমের ভিসা দেয় সরকার। এক্ষেত্রে রয়েছে, বাণিজ্য, সম্মেলন, পড়ুয়া, পর্যটক, তীর্থযাত্রী-সহ আরও অনেকে। যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়েছে গত শনিবার। অন্যান্য ভিসাগুলির মেয়াদ রবিবার শেষ হয়েছে। যাঁদের মেডিক্যাল ভিসা রয়েছে তাঁদের দেশ ছাড়ার সময় দেওয়া হয়েছে আগামী ২৯ এপ্রিল। এছাড়া দীর্ঘমেয়াদী ভিসা যাঁদের রয়েছে সেই তালিকায় আছেন পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু ও ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ যারা। তাঁদের এখনই দেশ ছাড়তে হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সাধারণ পাকিস্তানিদের জন্য রবিবার শেষ হয়েছে ভিসার মেয়াদ।
  • পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা ও ভারত সরকারের নির্দেশিকার পর এখনও পর্যন্ত আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন ৫৩১ জন।
Advertisement