shono
Advertisement

গরু পাচার ও গো-হত্যার শাস্তি মৃত্যু, বেপরোয়া মন্তব্য বিজেপি বিধায়কের

সেই পেহলু খানের আলয়োরেই বিস্ফোরক মন্তব্য।
Posted: 12:42 PM Dec 25, 2017Updated: 07:12 AM Dec 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে রাজস্থান। কয়েকদিন আগে আফরাজুল নামে পশ্চিমবঙ্গের এক শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছিল। গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছিল সেই খবরে। আর এবার আলোয়ারের বিজেপি বিধায়কের মন্তব্যকে ঘিরে তৈরি হল বিতর্ক। জ্ঞান দেব আহুজা নামে ওই বিধায়কের মতে গরু পাচারকারী এবং গো-হত্যা যারা করবে তাদের অবশ্যই মেরে ফেলা উচিত। আর তাঁর এই বক্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে। একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে এমন মন্তব্য করলেন ওই বিধায়ক, প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Advertisement

[নোটার থেকেও কম ভোট, উপনির্বাচনের ফল নিয়ে বিজেপিকে কটাক্ষ স্বামীর]

এর আগে গত শনিবার আলোয়ার জেলার রামগড় গ্রামে জাকির খান নামে এক ব্যক্তিকে গরু পাচারের অভিযোগে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতেই আহুজার এহেন হুঁশিয়ারি। বলেন, ‘আমার সাফ কথা গরু পাচার এবং গো-হত্যার সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের মেরে ফেলা হবে।’ তাঁর প্রশ্ন, যেখানে গরুকে আমাদের দেশে পুজো করা হয়, সেখানে কেন গো-হত্যা করা হবে? এখানেই শেষ নয়, আহুজা আরও বলেন, ‘অন্যান্য এলাকার গরু পাচারকারীরা আলোয়ার হয়েই যাতায়াত করে। গ্রামবাসীরা যখন তাদের আটকাতে যায়, পাচারকারীরা পালটা গুলি চালায়। আমার প্রশ্ন, তারা এখানেই আসে কেন? মার খেতে আর মরতে? গ্রামের  প্রত্যেকেই গরু পাচারকারীদের উপর প্রচন্ড ক্ষুব্ধ।’ এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির এই বিধায়ক। গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি বলেছিলেন, দিল্লির জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ৩০০০ কন্ডোম এবং ২০০০ মদের বোতল উদ্ধার করা হয়। আর আহুজার এই বক্তব্যের পরই নিন্দার ঝড়ও উঠেছিল।

[মদ-মাংসের ‘টোপে’ ভোট দেয় গরিব মানুষ, বিতর্কিত মন্তব্য মন্ত্রীর]

এদিকে, মারের চোটে গুরুতর অসুস্থ হরিয়ানার নুহ জেলার বাসিন্দা জাকির খান। জানা গিয়েছে, তাঁর বাঁ-পা ভেঙে গিয়েছে। এছাড়া মাথা এবং হাতেও চোট পেয়েছেন তিনি। প্রথমে তাঁকে রামগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা সঙ্গীন হওয়ায় আলওয়ার শহরের আরেকটি হাসপাতালে ভরতি যাওয়া হয়। এর মধ্যেই আক্রান্ত ব্যক্তি জানান, ‘আমি আলওয়ার থেকে ২০ কিলোমিটার দূরের একটি জায়গা থেকে গরুগুলিকে নিয়ে হরিয়ানা যাচ্ছিলাম। এর মধ্যে রামগড় গ্রামের বাসিন্দারা আমার উপর চড়াও হয় এবং আমাকে মারধর করে।’

[দিল্লির পর এবার উত্তরপ্রদেশ, ভণ্ড বাবার আশ্রম থেকে উদ্ধার বহু মহিলা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার