সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ নভেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর মঙ্গলবার একথা জানালেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। মনে করা হচ্ছে আগামী অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৎপর হবে মোদির মন্ত্রিসভা। উল্লেখ্য, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিন পর সংসদে বসবে শীতকালীন অধিবেশন।
মঙ্গলবার এক্স হ্যান্ডলে শীতকালীন অধিবেশনের দিনক্ষণ জানান রিজিজু। সেখানে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে সংসদের শীতের অধিবেশন শুরুর বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। অধিবেশন শুরু হবে ২৫ নভেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই ২৬ নভেম্বর পালিত হবে সংবিধান দিবস। ভারতীয় সংবিধানের ৭৫ তম বর্ষপূর্তি পালন করা হবে সেন্ট্রাল হলে। সংসদের দুই কক্ষের সদস্যরাই উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে।
শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল এবং 'এক দেশ, এক ভোট' বিল পাশ করাতে ঝাঁপাতে পারে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, শীতকালীন অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াকফ সংশোধনী বিলের কাজ সম্পূর্ণ করা। উল্লেখ্য, বিলটি এই মুহূর্তে যৌথ সংসদীয় কমিটির কাছে বিবেচনার জন্য রয়েছে। তারা বিলটি নিয়ে বৈঠক করছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানা যায়নি।
ওয়াকফ বিল ছাড়াও শীতকালীন অধিবেশনে ‘এক দেশ এক ভোট’ বিলও সংসদে পেশ করতে পারে কেন্দ্র। সম্প্রতি মহারাষ্ট্রে প্রচারে গিয়ে নতুন করে 'এক দেশ, এক ভোটে'র পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জনসভায় মোদির দাবি করেন, এর ফলে দেশের উন্নয়নের গতি বাড়বে।