shono
Advertisement
Kerala

'মহিলাদের কাজ শুধু স্বামীর সঙ্গে শোয়া', ৪৭ ভোটে জিতে কেরলের বাম নেতার মুখে 'কুকথা'

আপনারা বাড়িতে গৃহবধূ হয়েই থাকুন, তোপ বাম নেতার।
Published By: Amit Kumar DasPosted: 02:27 PM Dec 15, 2025Updated: 04:42 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর বাম সমর্থিত নির্দল প্রার্থীর মুখে নারী বিদ্বেষী মন্তব্য। ৪৭ ভোটে জিতে সমর্থক উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সইদ আলি মাজিদ জানালেন, 'মহিলাদের কাজ শুধু স্বামীর সঙ্গে শোয়া।' তাঁর এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে। তাঁর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

Advertisement

নির্বাচনে জয়ের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মাজিদ বলেন, বিয়ে করে এখানে আসা মহিলাদের শুধুমাত্র ভোটের জন্য, কোনও ওয়ার্ড দখল করার জন্য বা তাঁকে হারানোর জন্য অপরিচিতদের সামনে উপস্থিত করা ঠিক নয়। একইসঙ্গে ওই নেতা জানান, ''মহিলাদের কাজ শুধু স্বামীর সঙ্গে শোয়া।'' শুধু তাই নয়, ওই ভাষণে কেরলের মহিলা লিগকেও আক্রমণ শানান ওই বাম নেতা। বলেন, "মহিলা লিগের সভাপতি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, মুসলিম লিগ নিয়ে মানুষের কথা বলা উচিত নয়। যদি আপনি রাজনীতিতে থাকেন, তাহলে পানাক্কাড়ের থাঙ্গালদের কথাও বলা হবে। যাঁদের কথা শোনার সাহস আছে শুধুমাত্র তাঁরাই রাজনীতিতে নামবেন। না হলে আপনারা বাড়িতে গৃহবধূ হয়েই থাকুন।"

ওই নেতার আরও দাবি, "এই কারণেই বলা হয় যে বিয়ে হয়ে গেলে, তোমাদের কাজ শ্বশুরবাড়ির দেখাশোনা করা। যদি রাজনীতিতে প্রবেশ করো, তাহলে আরও বেশি শুনতে হবে। যদি শুনতে না পারো, তাহলে রাজনীতিতে থাকাই উচিত নয়। যদি আমার বক্তব্যের জন্য আমার বিরুদ্ধে মামলা করতে করা হয়, তাহলে আমি জানি কীভাবে তা সামলাতে হবে।"

উল্লেখ্য, দলের সঙ্গে মনমালিন্যের জেরে সিপিএমের লোকাল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে থেন্নেলা পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন মাজিদ। এই নির্বাচনে নিজের ওয়ার্ডে তাঁর প্রাপ্ত ভোট মোট ৬৬৬টি। প্রধান প্রতিপক্ষ আইইউএমএল (IUML)-কে মাত্র ৪৭ ভোটে হারান তিনি। কোনওমতে ভোট জয়ের পর ওই নির্দল প্রার্থীর এহেন নারী বিদ্বেষী ভাষণ বিতর্ক বাড়িয়েছে কেরলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরলের পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর বাম সমর্থিত নির্দল প্রার্থীর মুখে নারী বিদ্বেষী মন্তব্য।
  • ৪৭ ভোটে জিতে সমর্থক উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সইদ আলি মাজিদ জানালেন, 'মহিলাদের কাজ শুধু স্বামীর সঙ্গে শোয়া।'
  • তাঁর এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে।
Advertisement