shono
Advertisement
Narendra Modi

বিশ্বমঞ্চে গুরুত্ব বাড়ছে ভারতের, তিন মহাদেশের তিন দেশে সফর শুরু প্রধানমন্ত্রীর

এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
Published By: Anustup Roy BarmanPosted: 12:04 PM Dec 15, 2025Updated: 01:49 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার তিন দেশের সফরে রওনা হয়েছেন। সোমবার সকালে দিল্লি থেকে রওনা হয়েছেন তিনি। তাঁর প্রথম গন্তব্য জর্ডন। রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের আমন্ত্রণে জর্ডন সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী।

Advertisement

এবছর ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ। এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বপূর্ণ। উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আলোচনার সম্ভাবনা। সফর শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, "আমি তিন দেশের সফরে জর্ডন, ইথিওপিয়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক এবং ওমান যাচ্ছি। এই তিনটি দেশের সঙ্গে ভারতের বহু প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক সম্পর্কও রয়েছে।"

জর্ডন সফর সেরে ১৬ ডিসেম্বর মোদি পৌঁছবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 'গ্লোবাল সাউথ'-এর শরিক হিসেবে দু'দেশ আগেই পারস্পরিক সহযোগিতায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কে আরও বিস্তৃতির লক্ষ্যে সেখানকার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে জরুরি বৈঠক সারবেন নরেন্দ্র মোদি। ইথিওপিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, "আমি ইথিওপিয়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকে আমার প্রথম সফরে যাব। আদ্দিস আবাবা আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরও। ২০২৩ সালে, ভারতের জি-২০ প্রেসিডেন্সির সময়, আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আদ্দিস আবাবায়, আমি ডঃ আবি আহমেদ আলীর সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাব।"

সবশেষে ১৭ ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানকার 'সুলতান' হাইথাম বিন তারিকের আমন্ত্রণে দ্বিতীয়বার মোদির ওমান সফর। এবছর ভারত-ওমান সম্পর্কের ৭০ বছর। দীর্ঘদিন ধরেই দু'দেশ বাণিজ্যিক, সাংস্কৃতিক সম্পর্কে অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রধানমন্ত্রী মোদি ও ওমানের সুলতানের মধ্যে শক্তি, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমান সফর প্রসঙ্গে তিনি বলেন, "মাস্কাটে, আমি ওমানের সুলতানের সঙ্গে আলোচনা করব। আমাদের কৌশলগত সাহাজ্যের পাশাপাশি আমাদের শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে। আমি ওমানের প্রবাসী ভারতীয় একটি সমাবেশে ভাষণ দেব।"

তিন দেশে সফর সেরে ১৮ তারিখ দেশে ফিরবেন মোদি। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝেমধ্যেই বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। তা নিয়ে তাঁকে বিরোধী কম খোঁচা সহ্য করতে হয়নি। তবে এসব সফর যে আসলে সুসম্পর্ক স্থাপনের অনুকূলই হয়েছে, তারও প্রমাণ মিলেছে বারবার। এবার বছরশেষে তাই তিন মহাদেশের তিন দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোদী সোমবার তিন দেশের বিদেশ সফরে রওনা হয়েছেন।
  • সোমবার সকালে দিল্লি থেকে রওনা হয়েছেন তিনি।
  • তাঁর প্রথম গন্তব্য জর্ডন।
Advertisement