সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫তম সাধারণতন্ত্র দিবসে (Republic Day) ইতিহাস ভারতের নারীশক্তির। কুচকাওয়াজ থেকে শুরু করে ট্যাবলো- সমস্ত ক্ষেত্রেই পুরোভাগে ছিলেন মহিলারা। দুঃসাহসিক বাইক রাইড থেকে শুরু করে অস্ত্র প্রদর্শন- মহিলাদের হাত ধরেই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এদিন। ইতিহাসে প্রথমবার তিন বাহিনীর নারী ব্রিগেড একজোট হয়ে কুচকাওয়াজ করেছে কর্তব্য পথে।
প্রতিবছরের মতোই এবারও সাধারণতন্ত্র দিবসে অনুষ্ঠানে একাধিক যুদ্ধাস্ত্র প্রদর্শন করেছে সেনা। তবে এবারের চমক ছিল নারীবাহিনী। এদিনের অনুষ্ঠানে ট্যাঙ্ক টিএস ভীষ্ম, নাগ মিসাইল, বিএমবি ২.২ প্রদর্শন করা হয়েছে কর্তব্য পথে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপনাস্ত্র পিনাকা রকেট সিস্টেমের পাশাপাশি বিশেষ রেডারও দেখা যায়। প্রত্যেকটি অস্ত্রের সঙ্গেই ছিলেন মহিলা সেনা আধিকারিকরা।
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে ইন্দিরা গান্ধীর স্মৃতি ফেরালেন রাষ্ট্রপতি মুর্মু, বাঁধনি পাগড়িতে সাজ মোদির]
এছাড়াও কুচকাওয়াজ করতে গিয়ে নজির গড়ল দেশের নারীশক্তি। ৭৫তম স্বাধীনতা দিবসে প্রথমবার প্যারেড করল তিন বাহিনীর নারী আধিকারিকদের বিশেষ স্কোয়াড। তিন বাহিনীর ইউনিফর্ম পরে একজোট হয়ে বিকশিত ভারতের বার্তা দিলেন দেশের অগ্নিকন্যারা। ক্যাপটেন সন্ধ্যার নেতৃত্বে প্যারেড করে এই বিশেষ বাহিনী। এই কন্টিনজেন্টের মূল ভাবনা- সেবা তথা সহায়তা। সাধারণতন্ত্র দিবসের সূচনায় বিশেষ অনুষ্ঠান করেন ১০০ জন মহিলা শিল্পী। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের মহিলা কন্টিনজেন্টও এদিনের কুচকাওয়াজে অংশ নেন।
নানা ক্ষেত্রেই ইতিহাস গড়েছে ৭৫তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। বায়ুসেনার সি-২৯৫ বিমানটি এই প্রথমবার প্রদর্শিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। চারটি বিমানের ফর্মেশন গঠন করে উড়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস। এদিন কুচকাওয়াজে অংশ নেন জেরি ব্লেইজ ও সুপ্রিথা সিটি। পরিচয়ে তাঁরা স্বামী-স্ত্রী। এই প্রথমবার স্বামী-স্ত্রী দুজনেই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নিলেন।