সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা আগে ঘটে যাওয়া পহেলগাঁও হামলা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। পহেলগাঁও হামলার পর অর্থনৈতিক দিক থেকেও দুঃসংবাদ দেশের জন্য। ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস বদল করল বিশ্ব ব্যাঙ্ক। আগের তুলনায় ০.৪ শতাংশ কমিয়ে দেওয়া হল বৃদ্ধির পূর্বাভাস। আগে যেখানে বলা হয়েছিল, ২০২৫-২৬ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি হতে পারে ৬.৭ শতাংশ। সেটাই বদলে বলা হল, আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে চলেছে ৬.৩ শতাংশ।
সম্প্রতি দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক বৃদ্ধির আগাম হিসাব সংক্রান্ত এক রিপোর্টে বিশ্ব ব্যাঙ্ক জানায়, এই মুহূর্তে বিশ্বের বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতই সবচেয়ে দ্রুতগামী। সংস্থার রিপোর্টে বলা হয়, ভারত বিশ্বের দ্রুততম বেড়ে ওঠা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাঁদের অভিমত, এপ্রিল থেকে শুরু হতে চলা পরবর্তী অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৬.৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা চলতি অর্থবছরের তুলনায় সামান্য বেশি।"
কিন্তু বর্ষা শুরুর আগেই নিজেদের পূর্বাভাস বদলে ফেলল বিশ্ব ব্যাঙ্ক। নতুন পূর্বাভাসে বিশ্বব্যাঙ্ক বলছে, "ভারতের আর্থিক বৃদ্ধি ২০২৪-২৫ অর্থবর্ষের থেকে ২০২৫-২৬ অর্থবর্ষে কমতে চলেছ। ২০২৪-২৫ অর্থবর্ষে যেখানে আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ, সেখানে আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার হতে চলেছে ৫.৩ শতাংশ। যা আগের দেওয়া পূর্বাভাসের থেকে ০.৪ শতাংশ কম।"
বিশ্বব্যাঙ্কের রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাপে মোদি সরকার। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ২০২৮ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে। চলতি অর্থবর্ষে বৃদ্ধির হারে এই বিরাট পতন সেই লক্ষ্যে কিছুটা হলেও ধাক্কা দেবে।
