shono
Advertisement

‘উপরে লিখুন শ্রীহরি, তারপর হিন্দিতে লিখুন প্রেসক্রিপশন’, চিকিৎসকদের পরামর্শ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা, বলছেন নিন্দুকরা।
Posted: 08:44 PM Oct 15, 2022Updated: 08:44 PM Oct 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু পড়াশোনাই নয়। ডাক্তারদের প্রেসক্রিপশনও লিখতে হবে হিন্দিতে। বিতর্কিত পরামর্শ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তিনি বলছেন,”আমি ইংরেজির বিরোধী নই। কিন্তু ‘জাতীয় ভাষা’ নিয়ে সচেতনতাটাও জরুরি।”

Advertisement

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাক্তারদের প্রেসক্রিপশনে (Prescription) হিন্দি ভাষা ব্যবহার করার পক্ষে জোরাল সওয়াল করেছেন। ভোপালে চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি বলেছেন,”ওষুধের নাম কেন হিন্দিতে লেখা যাবে না? কারও যদি ক্রোসিন প্রয়োজন হয়, তাহলে তাঁর প্রেসক্রিপশনে হিন্দিতে ক্রোসিন লিখুন।” শিবরাজ সিং চৌহানের পরামর্শ,”প্রেসক্রিপশনের উপরে আগে শ্রীহরি লিখুন। তারপর হিন্দিতে লিখুন ওষুধের নাম। এর বেশি আমার কিছু বলার নেই। এটা আমাদের করতেই হবে।”

[আরও পড়ুন: গরু পাচার মামলায় আরও তৎপর ইডি, চলতি মাসেই অনুব্রতকন্যাকে দিল্লিতে তলব]

নিজের দাবির পিছনে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রীর যুক্তি, অনেক পড়ুয়া আছেন যারা শুধু ভাল ইংরেজি না জানায় ডাক্তারি পড়তে ভয় পান। তাঁদের মেডিক্যাল শিক্ষার আওতায় আনতে চায় তাঁর সরকার। তিনি বলছেন,”আজকের দিনের মানসিকতাই হল ইংরেজি ছাড়া কোনও কিছু হয় না। এটা ভুল। রাশিয়া, জাপান, জার্মানির মতো দেশগুলিতে কেউ ইংরাজি বলে না। আসলে আমাদের মানসিকতাই দাসত্ব করার। সেটা থেকে বেরতে হবে।”

[আরও পড়ুন: লন্ডনে খেলা দেখতে যাওয়ার বিপুল খরচ এল কোথা থেকে? জেরার মুখে সৌমেন্দু]

শিবরাজ যতই নিজের দাবির পিছনে যুক্তি খাড়া করার চেষ্টা করুন না কেন, তাঁর এই মন্তব্যের মধ্যেও হিন্দি আগ্রাসনের ছায়া দেখছেন নিন্দুকরা। সাম্প্রতিক অতীতে দেশের প্রধান ভাষা হিসেবে হিন্দির পক্ষে সওয়াল করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ রাষ্ট্রসংঘ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় বা আইআইটিতে শিক্ষাদান, এমনকী হিন্দিভাষী রাজ্যের হাই কোর্ট- সর্বত্র হিন্দিই ব্যবহৃত হোক ইংরাজির পরিবর্তে। এই মর্মে একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। এমনকী আগামী দিনে ডাক্তারি পড়ুয়াদেরও হিন্দিতে শিক্ষা দেওয়ার কথা ভাবছে সরকার। অমিত শাহ নিজেই হিন্দিতে ডাক্তারি পড়ার একটি বইয়ের উদ্বোধন করবেন। এরই মধ্যে প্রেসক্রিপশনে হিন্দি ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে শিবরাজের মন্তব্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement