সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাইকেল’-এর লড়াই এবার উত্তরপ্রদেশের গণ্ডি ছাড়িয়ে রাজধানীতে৷ রবিবার অখিলেশ যাদব জানিয়েছিলেন, নির্বাচনী চিহ্ন সাইকেলের জন্য দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন৷ আর সোমবার সকালেই ‘নেতাজি’ মুলায়ম সিং পূর্ব ঘোষণা মতো বৈঠক বাতিল করে দিল্লি ছুটলেন দলের চিহ্ন দখলের জন্যই৷
এদিকে তড়িঘড়ি লন্ডন থেকে দিল্লি ফিরে এলেন যাদব কুলের দ্বন্দ্বের অন্যতম কারিগর অমর সিং৷ শরীর ভাল নেই, এই অজুহাতে লন্ডনে ছিলেন কিছু দিন৷ কিন্তু রবিবার অখিলেশ তাঁকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কারের কথা ঘোষণার পরই দেশে ফিরে আসেন৷ এবং বিমানবন্দরে দাবি করেন, তিনি নির্দোষ৷ যখন সপা তৈরি হচ্ছে তখন থেকেই মুলায়মের সঙ্গে তাঁর সম্পর্ক৷ সোমবার অমর সিং অখিলেশকে একহাত নিয়ে অভিযোগ করেছেন, দলে চক্রান্ত করে নানা বেআইনি কাজ করছেন অখিলেশ যাদব৷ যে কোনও তদন্তের মুখোমুখি হতেও রাজি আছেন বলে দাবি অমরের৷ লখনউ বিমানবন্দরে মুলায়ম এদিন জানিয়েছেন প্রয়োজনে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন৷ অখিলেশ সম্পর্কে সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান মুলায়ম৷
The post ‘সাইকেল’ পেতে মুলায়ম-অখিলেশ দু’জনেই কমিশনে appeared first on Sangbad Pratidin.