সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় আটকানোর অভিযোগ উঠেছিল এক ইউটিউবারের বিরুদ্ধে। সেই ঘটনায় ওই ইউটিউবারকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূর এলাকায়। গ্রেপ্তার হওয়া ওই ইউটিউবারের নাম অনীশ আব্রাহাম। তিনি কেরলের এলানাডুর বাসিন্দা।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে, কেরলের ওয়ানাড়ে নিজের নির্বাচনী কেন্দ্রে শনিবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। মালাপ্পুরম জেলাতেও একাধিক অনুষ্ঠান কর্মসূচি ছিল। সেসব শেষ করে সড়কপথে মালাপ্পুরমের ভান্দুর থেকে কোচি বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। শনিবার রাত সাড়ে ন'টা নাগাদ কংগ্রেস সাংসদের কনভয় মান্নুথি বাইপাস জংশন এলাকায় ছিল। সেসময় ওই ইউটিউবার গাড়ি নিয়ে তাঁর কনভয়ের পথ আটকায়। ঘটনায় হইচই পরে যায় ওই এলাকায়।
কংগ্রেস নেত্রীর উপর হামলা হওয়ার আশঙ্কায় নিরাপত্তারক্ষীরাও সজাগ হয়ে যান। কিন্তু বড় কোনও অঘটন ঘটেনি। গাড়ি থেকে ওই যুবককে বার করে আনা হয়। প্রিয়াঙ্কার কনভয় আটকানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ওই যুবকের নাম অনীশ আব্রাহাম, তিনি পেশায় একজন ইউটিউবার। যদিও পরে তিনি জামিনে মুক্তি পান। তবে তাঁর গাড়িটি আটক করা হয়েছে।
কিন্তু কেন প্রিয়াঙ্কা গান্ধীর কনভয়ের পথ আটকালেন ওই ইউটিউবার? পুলিশি জেরায় জানা গিয়েছে, সাংসদের পাইলট কারের হর্নের শব্দে যারপরনাই বিরক্ত হয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি প্রিয়াঙ্কার পথ আটকেছিলেন।