সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় খেলতে গিয়ে হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় ক্রিকেটারের। মৃত ক্রিকেটারের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
[পাক দূতাবাসে ভিসা আনতে গিয়ে অপমানিত ইমরান তাহির]
বিরাট কোহলিদের মতো শ্রীলঙ্কা সফরে রয়েছে অনূর্ধ্ব ১৭ ভারতীয় ক্রিকেট দল। সেই দলের সদস্য ছিল গুজরাটের বছর বারোর ক্রিকেটার মোনাথ সোনা নরেন্দ্র। শ্রীলঙ্কার নেগুমবা শহরের পামুনুগামা এলাকার একটি হোটেলে উঠেছেন ওই দলটি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,মঙ্গলবার সন্ধ্যায় হোটেলে সুইমিং পুলে নেমেছিলেন চারজন কিশোর ক্রিকেটার। তখনই দুর্ঘটনা ঘটে। আমচকাই সুইমিং পুলে ডুবে যান গুজরাটের সুরাটের ক্রিকেটারটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ভারতীয় ক্রিকেটারের দেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। শ্রীলঙ্কার এক সংবাদমাধ্যমের দাবি, ওই চার ক্রিকেটার যে সুইমিং পুলে নেমেছিল তা নিয়ে অন্ধকারে ছিল টিম ম্যানেজমেন্ট। এমনকী তাদের এমন অনুমতিও ছিল না। মঙ্গলবার মোনাথদের খেলা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা পরিত্যক্ত হয়। এর ফলে অনূর্ধ্ব ১৭-র ক্রিকেটাররা হোটেলে ফিরে আসে। তার পরেই এই বিপত্তি ঘটে। সম্ভবত বৃহস্পতিবার ওই ক্রিকেটারের দেহ মুম্বইয়ে বিমানে করে আনা হবে।
[এবার শহিদ কন্যা জোহরার পড়াশোনার দায়িত্ব নিলেন গম্ভীর]
মাসখানেক আগে ভারতে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কুস্তিগীর বিশাল কুমার বর্মার। রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
[কুম্বলেকে ফের ‘অপমান’ করলেন বিরাট, কীভাবে জানেন?]
The post শ্রীলঙ্কার হোটেলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের appeared first on Sangbad Pratidin.