shono
Advertisement

ফের মুখ পুড়ল ইমরানের, সার্জিক্যাল স্ট্রাইককে সিলমোহর দিল জঙ্গি মাসুদের ভাই

সন্ত্রাস ইস্যুতে ফের স্পষ্ট পাক দ্বিচারিতা৷ The post ফের মুখ পুড়ল ইমরানের, সার্জিক্যাল স্ট্রাইককে সিলমোহর দিল জঙ্গি মাসুদের ভাই appeared first on Sangbad Pratidin.
Posted: 11:48 AM Mar 03, 2019Updated: 07:54 PM Mar 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ডিগবাজি জারি রেখেছে পাকিস্তান৷ গত ২৬ ফেব্রুয়ারির ভারতের সন্ত্রাসদমন অভিযানের কথা কখনও স্বীকার করেছে, আবার কখনও ভোল বদলেছে ইসলামাবাদ৷ ফলে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের৷ যা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে জঙ্গিনেতা মাসুদ আজহারের ভাই মৌলানা আমর৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি অডিও ক্লিপ৷ যেখানে ভারতীয় বায়ুসেনার হামলার কথা স্বীকার করতে শোনা গিয়েছে এই শীর্ষ জইশ কমান্ডারকে৷ তাকে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের জেহাদি প্রশিক্ষণ শিবিরে আক্রমণ চালিয়েছে ভারত৷’

Advertisement

[যুদ্ধবিমানের ‘অপব্যবহার’ করছে পাকিস্তান, ভারতের অভিযোগ খতিয়ে দেখবে আমেরিকা]

শনিবার টুইটারে মৌলানা আমরের অডিও ক্লিপটি আপলোড করেন তাহা সিদ্দিকি নামের এক সাংবাদিক৷ এবং এরপর সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের দ্বিচারিতা দলের মতো স্পষ্ট হয়ে যায়৷ ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে জঙ্গি মাসুদের ভাইকে ভারতীয় বায়ুসেনার হামলার কথা স্বীকার করতে শোনা গিয়েছে৷ সে জানিয়েছে, বালাকোটে তাদের যে মাদ্রাসা রয়েছে, সেখানে ২৬ ফেব্রুয়ারি হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ কেবল ভারতীয় বায়ুসেনার হামলার কথা বলেই চুপ থাকেনি মৌলানা আমর৷ একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলোধনাও করেছে এই জঙ্গি নেতা৷ সে জানায়, পাক সেনার হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে নয়াদিল্লির হাতে তুলে দিয়ে ভুল করেছেন ইমরান খান৷ দেশকে অসম্মান করেছেন পাক প্রধানমন্ত্রী৷ একাজের জন্য দেশবাসী ইমরানকে মাফ করবে না৷ সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর সম্প্রতি একটি জনসভায় উপস্থিত হয়েছিল জইশ কমান্ডার মৌলানা আম্মার৷ সেখানে একাধিকবার ভারতবিরোধী বার্তা দিতে শোনা গিয়েছে তাকে৷ হুঁশিয়ারির সুরে তাকে বলতে শোনা যায়, ভারতীয় বায়ুসেনা তাদের মাদ্রাসায় হামলা চালিয়েছে৷ এর চরম ফল ভোগ করতে হবে ভারতকে৷ এমনকী, জেহাদ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তানকে একজোট হওয়ার বার্তা দিতেও শোনা গিয়েছে শীর্ষ এই জঙ্গি কমান্ডারকে৷

[পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়েছিল এফ-১৬, পাইলটের কী হয়েছিল জানেন?]

গত ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরে তিনটি জঙ্গি প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা৷ ২৭ ফেব্রুয়ারি পাক সংসদে যা নিয়ে বিরোধীদের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় ইমরান খানের প্রশাসনকে৷ কিন্তু বারংবার এই সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে নিজেদের মত বদলেছে ইমরান প্রশাসন৷ এমনকী, বালাকোটের জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সাইন বোর্ড প্রকাশ্যে আসার পরও সেটিকে জেহাদি শিবির বলতে অস্বীকার করেছে ইসলামাবাদ৷ এমত পরিস্থিতিতে জঙ্গি নেতার স্বীকারোক্তি আরও একবার ইমরান প্রশাসনের মুখ পোড়াল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল৷

The post ফের মুখ পুড়ল ইমরানের, সার্জিক্যাল স্ট্রাইককে সিলমোহর দিল জঙ্গি মাসুদের ভাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement