সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি বি.টেক উত্তীর্ণ? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কর্মী নিয়োগ করছে Indian Navy অর্থাৎ ভারতীয় নৌসেনা বাহিনী। তবে আবেদনের জন্য সময় অত্যন্ত কম। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর। তাই দেরি না করে চটপট আবেদন করুন আগ্রহী প্রার্থীরা।
মোট শূন্যপদ -৩৫
শিক্ষামূলক ব্রাঞ্চ-৫
এক্সিকিউটিভ ও টেকনিক্যাল ব্রাঞ্চ-৩০
[আরও পড়ুন: Lok Sabha Secretariat Recruitment 2021: স্নাতক হলেই মিলতে পারে লোকসভায় চাকরি, আজই আবেদন করুন]
বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ২৫ থেকে ৮০ হাজারের মধ্যে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা – শুধু মাত্র বিজ্ঞান বিভাগের পড়ুয়াই আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রেও রয়েছে শর্ত। উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে প্রাপ্ত মোট নম্বর ৭০ শতাংশ হবে। ইংরাজিতে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
এছাড়াও যারা চলতি বছরে JEE পরীক্ষায় বসেছেন, তাঁদের আবেদনের ক্ষেত্রেও রয়েছে কিছু শর্ত।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন Indian Navy-এর অফিসিয়াল ওয়েব সাইট (https://www.joinindiannavy.gov.in) থেকে। আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন Indian Navy-এর অফিসিয়াল ওয়েব সাইটেই। তাহলে আর অপেক্ষা কেন? এখুনি আবেদন করুন আপনি। প্রস্তুতি নিন পরীক্ষার জন্য।