সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে (London) এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ছুরি মেরে খুন করল আততায়ী। মাত্র দু’দিন আগেই হায়দরাবাদ থেকে ব্রিটেনে পড়তে আসা ২৭ বছরের এক যুবতীকে তাঁরই বাড়িতে ছুরি মেরে খুন (Murder) করেছিল ব্রাজিলের এক যুবক। সেই ঘটনার পরই এবার প্রাণ গেল ৩৮ বছরের এক ব্যক্তির। তিনদিনে দু’জন ভারতীয় বংশোদ্ভূতর হত্যাকে ঘিরে চাঞ্চল্য লন্ডনে।
৩৮ বছরের মৃত যুবকটির নাম অরবিন্দ শশীকুমার। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা ছুরিবিদ্ধ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। রাত ১টা ৩১ মিনিটেই ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ২৫ বছরের সলমন সেলিমের নাম। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতে তোলা হলে সলমনকে ২০ জুন পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি। ময়না তদন্তের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে অরবিন্দের মৃত্যু হয়েছে বুকে ছুরির আঘাত লাগার জন্য। পুলিশ তদন্ত শুরু করেছে।
[আরও পড়ুন: ভারতের জেমস বন্ড! অস্ত্র নয়, স্রেফ মুখের কথায় থামান দাঙ্গা, গল্পকেও হার মানায় ডোভালের কীর্তি]
এর আগে ২৭ বছরের তেজস্বিনী কোন্থাম একই ভাবে খুন হয়েছিলেন। তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ছুরি মেরে খুন করার অভিযোগে এক ব্রাজিলিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলায়।