সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যাত্রীভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারিতেই বেশ খানিকটা ভাড়া বাড়াতে চলেছে রেল। ইতিমধ্যেই কেন্দ্র ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনাও করেছে। রেল মন্ত্রক সূত্রের খবর, চলতি শীতকালীন অধিবেশন শেষেই ভাড়া বাড়ার কথা ঘোষণা করতে পারে সরকার।
বেশ কিছুদিন ধরেই আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে রেল মন্ত্রক। দেশজুড়ে আর্থিক মন্দার প্রভাব কিছুটা পড়েছে রেলের উপরেও। এই আর্থিক দুরবস্থা কাটাতেই ভাড়া বাড়ানোর উদ্যোগ। মূলত বিপুল ভরতুকির বোঝা কমাতে ভাড়ার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার আগামী বছর পয়লা ফেব্রুয়ারি থেকেই নতুন ভাড়া কার্যকর করতে চাইছে।
[আরও পড়ুন: ৬ বছর পর ভাড়া বাড়ছে মেট্রোর, কার্যকর আগামী মাস থেকেই]
রেল সূত্রের খবর, বেশিরভাগ রুটেই ভাড়া বাড়ানো হবে ৮ থেকে ১০ শতাংশ। তবে, এবার আগের মতো নিয়মে অর্থাৎ গোটা দেশে একই হারে ভাড়া বাড়ানোর পক্ষে নয় রেলমন্ত্রক। তাঁরা রুট বিশেষে আলাদা আলাদা হারে ভাড়া বাড়াতে চাইছে। মূলত, বিমান ও সড়ক পথের সঙ্গে প্রতিযোগিতায় রেল যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতেই আলাদা আলাদা রুটে আলাদা আলাদা ভাড়া বাড়ানোর ভাবনা। রেলমন্ত্রক সূত্রের খবর, যে সমস্ত রুটে টিকিটের চাহিদা বেশি সেই সমস্ত রুটে ভাড়া বাড়ানো হবে ৮ থেকে ১০ শতাংশ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে দিল্লি-চেন্নাই, দিল্লি-গোয়া, দিল্লি-মুম্বইয়ের মতো দূরপাল্লার রুট। আবার যে সমস্ত রুটে টিকিটের চাহিদা কম, সেসব রুটে ভাড়া বাড়তে পারে নামমাত্র। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আজমেঢ়-জয়পুর, কানপুর-লখনউ, চন্ডীগড়-লুধিয়ানার মতো রুটের নাম। তবে, লোকাল ট্রেনের ভাড়া আদৌ বাড়বে কিনা, বাড়লেও তা কী হারে বাড়বে তা স্পষ্ট নয়।
[আরও পড়ুন: সর্বকালীন রেকর্ড গড়ে ৪১ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স]
এখন সংসদে শীতকালীন অধিবেশন চলছে। এই অধিবেশনের শেষেই নতুন প্রস্তাব আনা হতে পারে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নয়া প্রস্তাবে ছাড়পত্র মিলেছে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি থেকেই অতিরিক্ত ভাড়া গুণতে হবে যাত্রীদের।
The post আর্থিক দুরাবস্থা কাটাতে উদ্যোগ, ফের ভাড়া বাড়াচ্ছে রেল appeared first on Sangbad Pratidin.