সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক জয়৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল দুনিয়ায় নিজের প্রমাণ দিল ভারতীয় তরুণ দল৷অনূর্ধ্ব ২০ আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কটিফ কাপে নজির ভারতীয় যুব ফুটবল দলের৷ অন্যদিকে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে ফেভরিট ইরাককে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাসে নাম লেখাল ভারতীয় খুদেরা৷ রবিবার মধ্যরাতের জোড়া জয়ের খবরে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে ফুটবল পাগল শতকোটির ভারতভূমে৷
[শচীনের পর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে এক নম্বর কোহলি]
রবিবার স্পেনে অনূর্ধ্ব ২০ কটিফ কাপের ফাইনালে ভারতে প্রতিপক্ষ ছিল ছ’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শক্তিশালী আর্জেন্টিনা৷ টানটান লড়াইয়ে আর্জেন্টিনার ফুটবল শিল্পের অহংকার চূর্ণ করে ২-১ গোলে জয় ছিনিয়ে আনে ভারতীয় যুব দল৷ ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় দুরন্ত কৌশলে প্রথম গোলটি করেন দীপক ট্যাংরি৷ দ্বিতীয় গোল আসে ৬৮ মিনিটে৷ আর্জেন্টিনার জালে দ্বিতীয় ও শেষ বলটি জড়িয়ে দেন আনোয়ার৷ দুরন্ত ফ্রিকিকে ভারতকে জয়সূচক গোল এনে দেন আনোয়ার আলি। মাঝে আর্জেন্টিনা একটি গোল করলেও থামাতে পারেনি তরুণ ভারতীয় ফুলবলারদের৷ বরং ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে আনে মেন ইন ব্লু৷
[হল না শাপমুক্তি, ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার সিন্ধুর]
এদিন একই সঙ্গে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ইরাককে হারিয়ে জয়ের ধজা ওড়ায় ভারতীয় দল৷ ইরাককে এক গোল দিয়ে ম্যাচের নায়ক ভুবনেশ৷ শেষ ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে ড্র করেছিল ভারত৷ তবে, খেলা ড্র হলেও ভারতীয় কিশোর দলের নৈপূণ্যতা দেখে বিস্মিত হয়েছিলেন ভেনিজুয়েলার কোচ ম্যাথিয়াস৷ ভারতীয় খুদে ফুটবলারদের খেলার প্রশংসা করেন তিনি৷ বলেন, ভারতীয় ফুটবল ‘ঘুমন্ত দানব’৷ ভারত যদি এভাবে খেলতে পারে, তবে অনেক দূর যাবে৷ রবিবার মধ্যরাতে ভারতীয় ফুটবলের জোড়া জয় নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে গোটা দেশ৷ টুইট করে দুই দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ ফুটবল বিশ্বকাপে যে আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়েছিল আম বাঙালি, সেই দেশের খুদেদের এবার হারাল ভারতের যুবকরা৷
[বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সিন্ধুর সামনে এক ঢিলে তিন পাখি মারার সুযোগ]
The post ইতিহাসে ভারতীয় ফুটবল, আর্জেন্টিনা ও ইরাককে হারিয়ে নজির মেন ইন ব্লু’র appeared first on Sangbad Pratidin.