সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যে আটকে থাকা সকলের নিজের বাড়িতে ফেরার ব্যবস্থা আগেই করেছে কেন্দ্র সরকার। এবার বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে কোমর বাঁধল মোদি সরকার। সোমবার কেন্দ্র সরকারের তরফে টুইট করে জানানো হয়েছে, ৭ মে থেকে দফায়-দফায় তাঁদের ফেরানো হবে।

করোনা মহামারির আতঙ্ক ছড়াতেই চিনের ইউহান, সৌদি আরব, ইরান-সহ একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়েছিল ভারত সরকার। এরপর দেশে লকডাউন ঘোষণা
হয়। ফলে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে বহু ভারতীয় বিভিন্ন দেশে আটকে রয়েছেন। এখন দেশে তৃতীয় দফার লকডাউন চলছে। দ্বিতীয়দফা লকডাউন
চলাকালীন ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়া, পর্যটকদের ফেরাতে উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। তাদের জন্য বাস, ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এবার ভিন দেশে আটকে থাকা প্রবাসীদের ফেরানোর কথা ঘোষণা করল মোদি সরকার।
[আরও পড়ুন : ‘যোগ্য জবাব দেওয়া হবে’, সেনা মৃত্যুর ঘটনায় পাকিস্তানকে হুঁশিয়ারি এমএম নারাভানের]
সোমবার পরপর দুটি টুইট করে জানানো হয়, বিদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনাররা আটকে থাকা ভারতীয়দের নাম নথিভুক্ত করবেন। সেই অনুযায়ী দফায় দফায় তাঁদের ফেরানো হবে। সেই অনুযায়ী জাহাজ ও বিমানের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের তরফে আগেও জানানো হয়েছিল মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয় জাহাজের করে দেশে নিয়ে আসা
হবে। তবে আবার আর বিনামূল্য নয়, গ্যাঁটের কড়ি খরচ করে দেশে ফেরার বিমানে বা জাহাজে চাপতে হবে আটকে পড়া ভারতীয়দের।
[আরও পড়ুন : ৩৬ শতাংশ সংস্থা আটকাচ্ছে কর্মীদের বেতন, লকডাউনে থমকে পদোন্নতিও]
The post এবার ঘরে ফিরবেন বিদেশে আটকে পড়া ভারতীয়রা, বড় ঘোষণা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.