সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পরে চাঁদে (Moon) অভিযান শুরু করেছে রাশিয়া (Russia)। ইসরোর চন্দ্রযান ৩ চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে গত ১৪ জুলাই। এদিকে শুক্রবার, ১১ আগস্ট চাঁদে পাড়ি দিয়েছে রাশিয়ার লুনা ২৫। যদিও ভারতের থেকে প্রায় ১ মাস পরে যাত্রা শুরু করলেও ভারতের চন্দ্রযানের আগেই চাঁদের মাটিতে নামবে রাশিয়ার যানটিও। এহেন ‘মহাকাশ রেসে’র পরিস্থিতিতে অবশ্য ইসরো জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে ভারতের চন্দ্রাভিযানের বিস্তর ফারাক রয়েছে।
ইসরোর এক বিজ্ঞানী সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, দুই দেশের চন্দ্রাভিযানের লক্ষ্য, পদ্ধতি কিংবা পথেও পার্থক্য রয়েছে। যদিও দুই মহাকাশযানই চাঁদের দক্ষিণ মেরুতে নামবে, তবুও দুই অভিযানের মৌলিক পার্থক্য রয়েছে বলেই দাবি তাঁর।
[আরও পড়ুন: ‘প্রকৃত দোষীকে আড়াল করতে গ্রেপ্তার’, বিস্ফোরক যাদবপুরের ছাত্রমৃত্যুতে ধৃত দীপশেখরের বাবা]
উল্লেখ্য, চন্দ্রযান ৩ সম্ভবত ২৩ আগস্ট ছোঁবে চন্দ্রপৃষ্ঠ। অন্যদিকে ২১ আগস্টই চাঁদে নেমে পড়ার কথা রুশ যানের। চন্দ্রযানের মিশনটির আয়ু হবে পৃথিবীর হিসেবে ১৪ দিন তথা ১ চান্দ্র দিবস। কিন্তু লুনা ২৫ অনেক বেশি সময় কাটাবে চাঁদে। সব মিলিয়ে প্রায় ১ বছর চলবে তাদের অভিযান।